শান্তিনিকতেনের শান্তি-চুরি! পঞ্চায়েত ভোটের মুখে কেষ্টগড়ে ড্রাম-ড্রাম বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের মুখে এবার শান্তিনিকেতনে উদ্ধার কাঁড়ি-কাঁড়ি বোমা।

পঞ্চায়েত ভোটের মুখে এবার শান্তিনিকেতনে উদ্ধার কাঁড়ি-কাঁড়ি বোমা।

author-image
IE Bangla Web Desk
New Update
bomb recovered from birbhum shantiniketan

প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটের মুখে এবার শান্তিনিকেতনে উদ্ধার কাঁড়ি-কাঁড়ি বোমা। খোলা মাঠে মিলল দুই ড্রাম ভর্তি তাজা বোমা। গ্রামেরই একটি স্কুলের মাত্র ৩০০ মিটার দূরের খোলা মাঠে বোমা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতেও ওই এলাকায় বোমা মিলেছিল বলে দাবি স্থানীয়দের। ফের শনিবার সকালেও মিলেছে বোমা।

Advertisment

পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে ততই অশান্ত হচ্ছে বাংলার একের পর এক প্রান্ত। মনেনায়ন পর্ব জমা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তাল পরিস্থিতি ছিল রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যেই ভোট সন্ত্রাসের বলি হয়েছেন ৫ জন। মারামারি-রক্তারক্তি কাণ্ড দিয়ে এবার পঞ্চায়েতের লড়াই শুরু হয়েছে।

আরও পড়ুন- সাংঘাতিক আশঙ্কা? শুভেন্দুর নন্দীগ্রামে সব আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি!

Advertisment

তবে এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনও বাদ গেল না। শান্তিনিকেতনের লোহাগড় গ্রামের খোলা মাঠে মিলেছে দুই ড্রাম ভর্তি তাজা বোমা। গ্রামবাসীরাই বোমাগুলি দেখতে পেয়েছিলেন। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

দুষ্কৃতীরাই ওই বোমাগুলি মজুত করেছে বলে সন্দেহ পুলিশের। তবে এলাকায় আরও বোমা লুকিয়ে রাখা থাকতে পারে বলে সন্দেহ গ্রামবাসীদের। পুলিশকে গোটা এলাকায় তল্লাশি চালাতে অনুরোধ জানিয়েছেন বাসিন্দারা।

panchayat vote anubrata mondal Birbhum bengal panchayat election 2023 panchayat election 2023