কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বোমাতঙ্ক ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার জেরে কলকাতা বিমানবন্দরে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। এদিকে এই ঘটনার তদন্তে নেমেছে সিআইএসএফ আধিকারিকরা।
আরও পড়ুন : < Rahul Gandhi On NEET: ‘নিট অ্যান্ড ক্লিন রাখুন’, NEET কেলেঙ্কারি নিয়ে আলোচনার দাবি, উত্তাল সংসদ >
কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বোমাতঙ্ককে কেন্দ্র করে চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সূত্রে খবর, 'কলকাতা থেকে পুনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেওয়ার কথা ছিল। বিমানটিতে ছিলেন ১০০ জন যাত্রী। বিমানটি ওড়ার কিছু সময় আগে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন'।
আরও পড়ুন : < TMC MLA’s oath taking ceremony: জটিলতা সপ্তমে! দুই বিধায়কের শপথ জটে ত্রাতার ভুমিকায় ধনখড়? তুঙ্গে চর্চা >
বিমানে বোমাতঙ্কের খবরে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। বিমানে উপস্থিত সকল যাত্রীকে তড়িঘড়ি বিমান থেকে নামানো হয়ে। বিমানবন্দরের ভিতরে থাকা বোম স্কোয়াড, সিআইএসএফ আধিকারিকরা বিমানটিতে তল্লাশি চালাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ে বৈঠক ডেকেছে।