Advertisment

ভাঙড়ে হাড় হীম আতঙ্ক, আরাবুল-পুত্রের গাড়ির ড্যাসবোর্ডে মিলল তাজা বোমা!

তাহলে কী নিজের গাড়িতেই বোমা নিয়ে যাচ্ছিলেন হাকিমুল? উঠছে প্রশ্ন!

author-image
IE Bangla Web Desk
New Update
bomb was found in car of hakimul son of arabul islam bhangar panchayat election 2023 , ভাঙড়ে আরাবুল-পুত্রের গাড়ির ড্যাসবোর্ডে মিলল তাজা বোমা!

হাকিমুলের গাড়িতে পড়ে রয়েছে বোমা।

কয়েক ঘন্টা আগেই ভাঙড়ে মুড়ি-মুরকির বোম পড়েছে। গুলি চলেছে বলেও অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চরম আতঙ্ক কাটছে না। এসবের মধ্যেই আবার হাড়-হিম কাণ্ড। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ির ড্যাসবোর্ড থেকে উদ্ধার হল তাজা বোমা।

Advertisment

এদিন দুপুরে মনোনয়ন ঘিকে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও অফিস এলাকা। প্রায় এক কিলোমিটারের মধ্যেই পরপর বোমা পড়েছে। অভিযোগ, সাত রাউন্ড গুলিও চলেছে। প্রচুর বাইক, গাড়ি বাঙচুর হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনার জন্য একে অপরকে দুষছে আইএসএফ ও তৃণমূল। পরে ভাঙা বাইক, গাড়ি এলাকার বিভিন্ন মাঠে রাখা হয়।

তখনই দেখা যায় কাঁঠালিয়া মোড়ে কাছে একটি মাঠে রাখা দুধ-সাদা রঙের গাড়ির ড্যাসবোর্ড তাজা বোমা পড়ে রয়েছে। WBD8E6786 নম্বরের গাড়িটির সামনের কাচ ভেঙে চুরমার হয়ে রয়েছে। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলই ওই গাড়ি চড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আইএসএফ কর্মীদের দাবি, পুলিশ ও তাদের লক্ষ্য করে তৃণমূল শিবির থেকে শতাধিক যেসব বোমা ছোড়া হয়েছে তার যোগানদাতা আরাবুল ও তাঁর পুত্র হাকিমুলই করেছেন। নিজের গাড়িতে করেই বোমা নিয়ে আসছিলেন হাকিমুল।

ওই বোমা অবশ্য তখনও নিষ্ক্রিয় করতে উদ্ধার করেনি পুলিশ। বোমাটি গাড়ির ড্যাশবোর্ডেই পড়েছিল।

আরাবুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হাকিমুলের সঙ্গেই তাঁর গাড়িতেও বাঙচুর চালিয়েছে আইএসএফ। তারপর লুঠপাঠ চালিয়েছে। ষড়যন্ত্র করে ছেলের গাড়িতে বোমা রেখে দিয়ে গিয়েছে।

পুলিশ অবশ্য ওই গাড়ি কার তা নিয়ে মুখ খুলছে না। তদন্তের পরই ওই গাড়ির মালিক কে, কি কাজে ব্যবহার হত তা বলা সম্ভব বলে জানিয়েছে।

Bhangar bengal panchayat election 2023 panchayat election 2023 arabul islam tmc
Advertisment