মনোনয়ন প্রত্যাহারের হুঁশিয়ারিকে বুড়ো-আঙুল, তারপরই সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ করে বোমাবাজি

যদিও শাসক দলের নেতাদের দাবি, সবটাই বামেদের তৈরি করা চিত্রনাট্য।

যদিও শাসক দলের নেতাদের দাবি, সবটাই বামেদের তৈরি করা চিত্রনাট্য।

IE Bangla Web Desk & Rajit Das
New Update
bombing at cpm candidates house at jamalpur burdwan panchayat election 2023 , মনোনয়ন প্রত্যাহারের হুঁশিয়ারিকে বুড়ো-আঙুল, তারপরই সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ করে বোমাবাজি

এই বাড়ি নিশানা করেই তিনটি বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ।

পঞ্চায়েত ভোটের উত্তাপে তপ্ত বাংলা। তারই মধ্যে এবার সিপিএম প্রার্থী দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। যা নিয়ে রবিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার উত্তর মোহনপুর এলাকায়। দেবিকা দেবনাথ এবারের পঞ্চায়েত ভোটে জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথে সিপিএম প্রার্থী হয়েছেন। আর তাঁর স্বামী সুশান্ত মণ্ডল একই পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের সিপিএম প্রার্থী হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্য করেই ছোড়া হয় বোমা। মনোনয়ন প্রত্যাহার না করায় ভয় দেখাতেই তাঁদের বাড়িতে বোমা ছোড়া হয়েছে বলে দাবি সিপিএম প্রার্থী দম্পতির।যদিও শাসক দলের নেতাদের দাবি, সবটাই বামেদের তৈরি করা চিত্রনাট্য।

Advertisment

সিপিএম প্রার্থী দেবিকা দেবনাথের অভিযোগ, রবিবার ভোর ৩টে ১৮ মিনিট নাগাদ তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। একটি বোম ফাটে। আর দু'টি বোমা বাড়ির ভিতরে পড়লেও তা না ফাটায় প্রাণে রক্ষা পেয়ে যান তাঁরা। পুলিশকে খবর দিলে দেড় ঘন্টা পরে পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। দেবিকার আরও অভিযোগ, তিনি ও তাঁর স্বামী মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে বারে বারে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রূপালী বিশ্বাস। তাঁর স্বামী তারক বিশ্বাস প্রায় প্রতিদিনই তাঁদের হুমকি দিচ্ছেন। শনিবারও হুমকি দেন। এমনকী তাঁদের দলীয় কর্মীদেরও তারক বিশ্বাস হুমকি দিচ্ছেন। বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় শাসক দলের এলাকার দুই নেতা তারক বিশ্বাস ও দেবব্রত সেনগুপ্তর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সিপিএম প্রার্থী দেবিকা দেবনাথ ও তাঁর স্বামী সুশান্ত মণ্ডল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন বলেন, 'পঞ্চায়েত ভোটের বাজারে বাড়তি মাইলেজ পেতে মনে হচ্ছে সিপিএম প্রার্থী দম্পতি এই চিত্রনাট্য তৈরি করেছেন। এর তদন্ত দাবি করছি।' জামালপুর ১ পঞ্চায়েত এলাকার নেতা শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব বলেন, 'সিপিএম প্রার্থী দম্পতি তৃণমূলের বদনাম করতে এইসব মিথ্যা অভিযোগ করছেন।'

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনে কী রণকৌশল সিপিএমের? পুরনো নিয়মেই দলে স্বীকৃতি!

Advertisment

জেলা সিপিএমের সম্পাদক সৈয়দ হোসেন বলেন, 'মনোনয়ন দাখিল করার পর থেকেই আমাদের দলের ওই প্রার্থী দম্পতিকে হুমকি দেওয়া হচ্ছে। শনিবারর টেলিফোনে দেবিকা দেবনাথ ও সুশান্ত মণ্ডলকে হুমকি দেওয়া হয়। আর রবিবার ভোরেই তাদের বাড়িতে বোম ছোড়া হল। আসলে ভোটে পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এসব করছে।'

tmc CPIM burdwan bengal panchayat election 2023 panchayat election 2023