Advertisment

তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমা, গুরুতর জখম চালকের মৃত্যু

এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে৷ বিরোধীদের কাঠগড়ায় তুলেছে তৃণমূল৷ শাসকের গোষ্ঠীকোন্দল ইস্যু তুলে সুর চড়াচ্ছে বিরোধীরাও৷

author-image
IE Bangla Web Desk
New Update
Bombing at murshidabads raninagar

মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের৷ বোমার আঘাত থেকে বরাতজোরে প্রাণে বেঁচেছেন তৃণমূল ব্লক সভাপতি শাহ আলম সরকার৷ নেতা প্রাণে বাঁচলেও গুরুতর জখম তাঁর গাড়িচালকের এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে৷ বোমার সল্পিন্টার লেগে জখম তৃণমূল নেতার দেহরক্ষীও৷ আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে৷ তৃণমূল হামলার দায় চাপিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির উপর৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা শাসকদলের গোষ্ঠীকোন্দল তত্ত্ব খাঁড়া করেছে বিরোধীরা৷

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন মুর্শিবাদের রানিনগর ব্লক তৃণমূলের সভাপতি শাহ আলম সরকার৷ তখই তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ অল্পের জন্য বোমার আঘাত থেকে প্রাণে বেঁচেছেন তৃণমূল নেতা শাহ আলম সরকার৷ তবে তাঁর গাড়িচালক ও দেহরক্ষী গুরুতর জখম হন৷ ঘটনার পরেই তৃণমূল নেতার আহত দেহরক্ষীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়৷ তবে জখম গাড়িচালকের শারীরিক পরিস্থিতি সংকটজনক হওয়ায় তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে আনা হয়৷ হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷

আরও পড়ুন- কব্জায় কাবুল, ‘যুদ্ধ শেষ’-এর ঘোষণা তালিবানের

অন্যদিকে, রবিবার রাতে এই ঘটনার পরেই রানিনগর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ এই হামলার পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলির যোগ রয়েছে বলে দাবি শাসকদলের নেতাদের৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হন তৃণমূলের নেতারা৷ যদিও তৃণমূল নেতার গাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা৷ তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই হামলা বলে পাল্টা অভিযোগ এনেছে বিরোধীরা৷

এর আগেও চলতি বছরের শুরুতে মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতা জাকির হোসেন৷ নিমতিতা স্টেশনে তাঁর উপর হামলা হয়৷ তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ কলকাতায় আসার ট্রেন ধরার সময় নিমতিতা স্টেশনেই বোমাবাজি চলে৷ বোমা বিস্ফোরণের জেরে জাকির হোসেন ছাড়াও আহত হয়েছিলেন তাঁর বেশ কয়েকজন অনুগামী৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc police Murshidabad
Advertisment