Advertisment

'প্রতিবাদের শাস্তি', গ্রেফতার বাম ছাত্রনেতা প্রতীক-উর রহমান

পঞ্চায়েত ভোটের গণনার দিন ডায়মন্ড হারবারে ব্যাপক বোমাবাজি হয়, বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bombing in diamond harbour police arrest sfi state president pratikur rahaman , গ্রেফতার বাম ছাত্রনেতা প্রতিকূর রহমান

প্রতীক-উর রহমান

ডায়মন্ড হারবারে এসএফআই রাজ্য সভাপতি প্রতীক-উর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। জানিয়েছে এসএফআই নেতৃত্ব।

Advertisment

পঞ্চায়েত ভোটের গণনার দিন পরপর বোমা ফাটার শব্দে ঘুম ভেঙেছে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে সংলগ্ন এলাকার বাসিন্দাদের। বহিরাগত দৃষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। গণনা শুরু হওয়ার আগেই প্রবল বোমাবাজি হয় বলে অভিযোগ। ফকিরচাঁদ কলেজে এদিন সকাল ৮ থেকে গণনা শুরু হওয়ার কথা ছিল। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা পৌঁছে গিয়েছিলেন কলেজের সামনে। সেই সময় কেউ বা কারা এই বোমাবাজি করে বলে অভিযোগ করা হয়।

গণনা শুরু হতেই অশান্তি জারি ছিল ডায়মন্ড হারবারে। ফকির চাঁদ কলেজে বিরোধী প্রার্থী এবং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় বলে অভিযোগ বাম নেতৃত্বের। যত সময় এদিয়েছে পরিস্থিতি ততই জটিল হয়ে ওঠে। সিপিএমের নিশানায় শাসক দল তৃণমূল। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় থাকলেও শাসক দলের কর্মীদের শাসন করেনি বলেও অভিযোগ। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে আধা সামরিক বাহিনীও। কড়া নিরাপত্তা সত্ত্বেও কী ভাবে এমন দুষ্কৃতী তাণ্ডব চলছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বাম নেতৃত্ব।

আরও পড়ুন-  Live- দিকে দিকে উত্তেজনা, একাধিক জায়গায় বিরোধী এজেন্টদের বাধা, মারধরের অভিযোগ

প্রতিবাদে স্থানীয় রাস্তা অবরোধে বসেন এসএফআই রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান। তিনি বলেন, 'রাত থেকেই বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল তৃণমূলের লোকজন। আমরা যখন ঢুকতে যাই, তখন বাধা দেওয়া হয়। নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা হয়। পরপর বোমা ছোড়া হয়েছে, গুলিও চালানো হয়েছে।'

আরও পড়ুন- ‘প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে’, দিল্লি থেকে ফিরেই বিস্ফোরক রাজ্যপাল, কীসের ইঙ্গিত?

পুলিশ অবরোধ তুলতে গেলে বাম নেতা, কর্মীদের সঙ্গে বচসা হয় তাদের। চলে ধস্তাধস্তি। এরপরই এসএফআই রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান সহ একাধিক বাম বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।  কংগ্রেস, আইএসএফ-এর বেশ কয়েকজন বিক্ষোভকারী কর্মীকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

panchayat election 2023 Diamond Harbour panchayat election result 2023 live update panchayat election result 2023 CPIM
Advertisment