scorecardresearch

বারুইপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্তার বাড়িতে ভয়ঙ্কর বোমাবাজি, ভয়ে সিঁটিয়ে বৃদ্ধ দম্পতি!

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আবারও বোমাবাজি।

bombing in south 24 parganas baruipur
প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আবারও বোমাবাজি। এবার বারুইপুরে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়িতে বোমাবাজি। শুক্রবার রাত ১১টার পর অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। বিকট শব্দে কার্যত কাঁপতে থাকেন বাড়ির ভিতরে থাকা অবসরপ্রাপ্ত ওই সরকারি আধিকারিক-সহ তাঁর গোটা পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।

পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে ততই মফস্বলে বোমা-গুলির শব্দ বাড়ছে। এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বোমাবাজি। শুক্রবার রাত ১১টা নাগাদ বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডে ধপধপি রোড এলাকার এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুস্কৃতীরা। ভূমি রাজস্ব দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক নিকুঞ্জ বিহরী দাসের বাড়িতে এই বোমাবাজি হয়েছে। নিকুঞ্জবাবুর বয়স ৯০ পেরিয়েছে, তাঁর স্ত্রীর বয়সও ৮০ পার। এহেন এই বৃদ্ধ দম্পতি ঘটনার জেরে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন।

আরও পড়ুন- ‘বিয়ে ছাড়া ডিসেম্বরে তারিখ নেই’, শুভেন্দুর পাল্টা জানুয়ারি ডেডলাইনে ‘রসিকতা’ কুণালের

অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক নিকুঞ্জবিহারী দাসের কথায়, ”আমাদের খুব ভয় করছে। এত বছর এখানে আছি। আশেপাশের প্রত্যেকের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমার ৯০ বছর বয়স। স্ত্রীর বয়স ৮০। ছেলে অফিসে বেরিয়ে গেলে তো আমরা আরও অসহায় বোধ করব। এখনও এটা ভাবতেই পারছি না।” তিনি আরও জানিয়েছেন, শুক্রবার রাতের খাওয়া-দাওয়া শেষ হওয়ার পরেই পরপর দুটি বোমা পড়ে তাঁর বাড়িতে। তারপরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদক।

আরও পড়ুন- ‘হাত গণনায় চলে গেছে, অধিকারী থেকে শাস্ত্রী হল?’ শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইনে মদন ‘বাণ’

এদিকে, এই ঘটনার পরেই ওই বাড়িতে যায় বারুইপুর থানার পুলিশ। বাড়িটি থেকে বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত বোমাবাজিতে যুক্ত থাকার অভিযোগে কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। এলাকায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bombing in south 24 parganas baruipur