Advertisment

বগটুই'য়ে ফের চরম উত্তেজনা, সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ির চত্বরে ভয়ঙ্করকাণ্ড!

বীরভূমের অগ্নিগর্ভ বীরভূমের বগটুই।

author-image
IE Bangla Web Desk
New Update
bombs recovered from bogtui near lalan sheikhs house who died in cbi custody , বগটুইয়ে সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ির চত্বর থেকে থেকে বোম উদ্ধার

বগটুইয়ের সেই অগ্নিদগ্ধ বাড়ি। এক্সপ্রেস ফটো

বীরভূমের বগটুইয়ে আবারও উত্তেজনা। মঙ্গলবার রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ায় সিবিআই হেফাজতে মৃত লালন শেখের বাড়ি সামনের বাগান থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বোমাগুলো মাটির নীচে প্লাষ্টিকের জারে ছিল। বম্ব স্কোয়াড এসে সেগুলো উদ্ধার করেছে।

Advertisment

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে লালনের বাড়ি লাগোয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় উদ্ধার হয় বোমাগুলো। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ওই এলাকায় স্থানীয়দের যাতায়াত নিষিদ্ধ করেছে রামপুরহাট থানার পুলিশ।

publive-image
মৃত লালন শেখের বাড়ি। এক্সপ্রেস ফটো

২০২২ সালের ২১ মার্চ রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ স্থানীয় একটি চায়ের দোকানের সামনে স্কুটিতে বসেছিলেন। সেই সময় বাইক থেকে নেমেই দুষ্কৃতীরা ভাদু শেখকে লক্ষ্য করে পর পর বোমা ছোড়ে। বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ভাদুর। তৃণমূল নেতাকে খুনের পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর সেই দিনই বগটুই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১০ জনের। ওই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। ঘটনার পর দীর্ঘ দিন পলাতক ছিলেন লালন। পরে ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতে থাকাকালীন গত বছর ১২ ডিসেম্বর লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বগটুইকাণ্ডের পর লালনের বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে সেই বাড়ি খুলে দেওয়া হয়। সেই লালনের বসতবাড়ি এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- যাদবপুরকাণ্ডে বিস্ফোরক প্রবল চর্চায় থাকা সেই ‘আলু’, কী বললেন?

Rampurhat Birbhum Bogtui Bogtui Horror
Advertisment