/indian-express-bangla/media/media_files/2025/09/29/giant-screen-2025-09-29-13-27-54.jpg)
Durga Puja 2025: পুজোমণ্ডপের সামনেই জায়ান্ট স্ক্রিনে ভারত-পাক ম্যাচ দেখছেন অগণিত মানুষ।
পুজোর উৎসবমুখর পরিবেশে এশিয়া কাপের ফাইনালে ভারতের পাক বধ সম্পন্ন হতেই বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা দেশে। বাংলায় দুর্গাপুজোর আবহেও ভারতের জয়ের বিপুল উন্মাদনা এবার মণ্ডপেও। পুজো মণ্ডপের সামনে বিশাল জায়ান্ট স্ক্রিনে বারতের জয়ের মুহূর্ত এসে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল আট থেকে আশি। উত্তর ২৪ পরগনার বনগাঁয় গতকাল একই ছবি সামনে এসেছে।
গতকাল ভারতের ব্যাটিং ভাগে প্রথম দিকে আক্রমণাত্মক খেলায় ভালো শুরু হলেও, কিছু উইকেট পড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপ দর্শকদের মুখ ফ্যাকাসে হয়ে আসে। ১৯তম ওভারে শেষ বলে এক ছক্কায় ম্যাচের নাটকীয়তা বাড়ে — শিবম দুবে মেরেই আউট হয়ে যান, ফলে অনেক ভারতপ্রেমীর আশা কেঁপে ওঠে।
কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে যখন তিলক বর্মা এক দুর্ধর্ষ ছয় মারেন, দিনের সঙ্কীর্ণ মুহূর্তে জয় নিশ্চিত হয় এক ছক্কার ব্যবধানে। রিংকুর রান প্রথমেই নিশ্চিত করেছিল ভারতের জয়। এই জয়ের সঙ্গে সঙ্গে মঞ্চে উত্তেজনা ধীরে ধীরে আনন্দে ফেটে পড়ে।
আরও পড়ুন-SEBI: দেশ ছেড়ে পালাতে পারেন ভারতের এই তাবড় স্টক ব্রোকার, বিদেশ-যাত্রায় নিষেধাজ্ঞার দাবি সেবির
গতকাল রাতে বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে উপস্থিত দর্শকরা ছড়িয়ে পড়ে নাচ-গানে। ষষ্ঠীর দিন সকাল থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠান ঘটে, আর সন্ধ্যার দিকে ভারত–পাক ম্যাচকে “অসুর বনাম দেবতা” হিসেবে ঘোষণা করে আনন্দ উদযাপন শুরু করে উৎসাহী পুজোপ্রেমীরা।
মণ্ডপের সামনে ছাত্র-যুবক, পরিবারের সদস্য ও প্রবীণ সবেই মিলেমিশে এই অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়। অনেকে মাম্লাবাজার এবং গলির ধারে দাঁড়িয়েও স্ক্রিনে মুখ রেখেছিলেন। হঠাৎ ভারতের বিজয় সুনিশ্চিত হতেই পুজো মণ্ডপ প্রাঙ্গণে একসঙ্গে ভারত জয়ের স্লোগান — “জয় হিন্দ!”, “ভারত জিতেছে!” — আর ধ্বনিতে আকাশ-বাতাস কাঁপতে থাকে।
আরও অনেক মণ্ডপে জায়ান্ট স্ক্রিনের আয়োজন ছিল, কিন্তু বনগাঁয় মণ্ডপগুলোর সামনের ভিড়ই ছিল সবচেয়ে বেশি। ভারত–পাক উত্তেজনায় পুজোর মণ্ডপ যেন এক বিনোদন কেন্দ্র হয়ে ওঠে — ক্রিকেট উৎসব আর ধর্মীয় আবেগের এক অপূর্ব মিশন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us