নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রের জেরে নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর। মঙ্গলবার ফের তাঁকে তলব করে ইডি। সেইমতো এদিন দুপুর ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন বনি। প্রায় আড়াই ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। বাইরে বেরিয়ে বনি বলেছেন, 'আমার কাছ থেকে যেসব নথি চাওয়া হয়েছিল, আমি সবকিছুই ইডিকে দিয়ে দিয়েছি। আশা করছি আমাকে আর ডাকা হবে না। আশা করছি আর আসতে হবে না এখানে।'
এসএসসি কাণ্ডে ধৃত তৃণমূের যুব নেতা কুন্তল ঘোষের থেকে নেওয়া প্রায় ৪০ লাখ টাকায় গাড়ি কিনেছিলেন বলে দাবি করেছিলেন বনি। কাজের অগ্রিম বাবদ সেই অর্থ নিয়েছিলেন তিনি। তবে সেই লেনদেনের কোনও চুক্তি হয়নি। তাহলে কী কুন্তলের দেওয়া অর্থ ফেরাবেন অভিনেতা? জবাবে বনি সেনগুপ্ত বলেন, 'না না, ওসব আমারই টাকা।'
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনের সুবাদে গত বৃহস্পতিবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে প্রথম হাজিরা দেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁকে সেদিনে দু'দফায় জেরা করা হয়েছিল। জেরার পর বাইরে বেরিয়ে বনি দাবি করেছিলেন, কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় হয় ২০১৭ সালে। সেই পরিচয়ের সূত্রেই তাঁদের মধ্যে ছবি তৈরি নিয়ে কথা হয়। কুন্তলের টাকায় প্রযোজনায় অভিনয়ের জন্য কোনও অগ্রিম টাকা নেননি বনি। তবে কুন্তল তাঁকে একটি বিলাসবহুল গাড়ি কিনে দেন। যার দাম ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা।
এছাড়াও বনি আরও দাবি করেন, ছবি তৈরি না হলেও তিনি কুন্তলের ডাকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে হাজিরার পারিশ্রমিক নিয়ে সব হিসাব মিটিয়ে নেন। ইডি সূত্রে খবর, সেই গাড়ির টাকাই কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বনি। তবে এব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি ইডি। টাকা ফেরতের বিষয়ে এদিন নীরবতা ভাঙলেন বনি নিজেই।
আরও পড়ুন- ‘ED, CBI ডাকল না, তাই জাতেও উঠতে পারলাম না..’, ‘বরবাদ’ বনিকে ভয়ঙ্কর খোঁচা শ্রীলেখার
সূত্রের খবর, এদিন অভইনেতার বিদেশ ভ্রমণ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডির গোয়েন্দারা। গত কয়েক বছরে বেশ কয়েকবার বিদেশে ঘুরতে গিয়েছেন বনি। সঙ্গে ছিলেন বান্ধবী তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কখনও দুবাই, কখনও মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন দু'জনে। সেই টাকা কোথা থেকে পেলেন, তার সঙ্গে কুন্তলের কোনও যোগ রয়েছে কি না তা জানতে চান গোয়েন্দারা।