/indian-express-bangla/media/media_files/2025/09/08/1000216329-2025-09-08-20-45-03.jpg)
কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
মোবাইলে ভিডিও কল করে সরাসরি প্রেমিকাকে দেখিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো প্রেমিক । সোমবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকায়। এই ঘটনার পর প্রতিবেশী ওই তরুণী তার প্রেমিকের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের জানায়। এরপর শোওয়ার ঘরের দরজা ভেঙে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা।
এরই পাশাপাশি পরিস্থিতির সুযোগ বুঝে মৃত যুবকের মোবাইলের সমস্ত ছবি ডিলিট করে সিম নিয়ে উধাও হয়ে যায় প্রেমিকা বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে এদিন সকালে তদন্তে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গোলাম শেখ (২৪)। সে শহরের একটি কাপড়ের শোরুমের কর্মচারী ছিল । গোলাম এবং তার প্রেমিকার বাড়ি মহেশমাটি এলাকাতে ওই তরুণীয় একটি পোশাকের শোরুমে কর্মরত রয়েছে। গত এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হওয়া ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গোলামের। সম্প্রতি তাদের বিয়ের কথা চলছিল। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই এদিন আচমকা প্রেমিকাকে মোবাইলে ভিডিও কল করে শোবার ঘরে আত্মঘাতী হয় ওই যুবক। মৃতের শরীরে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত যুবকের মা রানী বিবি বলেন, ভোরে আমরা ঘুমিয়ে ছিলাম। ছেলের প্রেমিকা আমাদের ঘুম ভাঙ্গায়। এরপর ওই জানায় যে তাকে মোবাইলে ফোন করে গোলাম শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। তড়িঘড়ি আমরা ছেলের ঘরের দরজা ভেঙ্গা দেখি ও শোবার ঘরের সিলিং-এ ঝুলছে । এই পরিস্থিতির মধ্যে ছেলের মোবাইলের সমস্ত ছবি ভিডিও ডিলিট করে সিম নিয়ে চম্পট দেয় ওই তরুণী। এই ঘটনার পিছনে সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক নির্যাতন করার কারণেই গোলাম আত্মঘাতী হয়েছে। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
মৃতের এক জামাইবাবু খাইরুল মহলদার বলেন, গোলাম এবং ওই তরুনীর একই পাড়াতে বাড়ি। শ্যালকের সঙ্গে যে তরুনীর সম্পর্ক তৈরি হয়েছিল তার স্বভাব চরিত্র ভালো ছিল না। এব্যাপারে গোলামকে সম্পর্ক না রাখার কথাও বলেছিলাম। কিন্তু ও কথা শুনি নি। অবশেষে মানসিক নির্যাতনের শিকার হয়েই এভাবেই আত্মঘাতী হয়েছে শ্যালক। আত্মহত্যার প্ররোচনা , মানসিক নির্যাতনের বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই তরুনীর খোঁজ চালানো হচ্ছে।