/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি।
পুলিশ সুপারের ৫০০ মিটারর মধ্যে কৃষ্ণনগরে বাড়ির মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক ছাত্রীর। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর নাম ইশা মল্লিক(১৯) ।তাঁর বাড়ি মানিকপাড়ায়।
প্রাথমিক ভাবে এই খুনের ঘটনায় দেবরাজ সিংহ নামে এক যুবককে চিহ্নিত করা হয়েছে। এই যুবকের বাড়ি কাঁচরাপাড়ায়। সোমবার দুপুরে কোতোয়ালি থানার কৃষ্ণনগর মানিকপাড়ার এই খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইশা মল্লিক বাড়িতে স্নান করে ঘরে ছিলেন। তাঁর মা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ভাইকে নিয়ে বাড়িতে ঢুকে দেখে এক যুবক বেরিয়ে যাচ্ছে। গোটা ঘরে রক্তে মাখামাখি। পড়ে রয়েছে ইশা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গোটা এলাকায় পুলিশের একটি টিম রয়েছে। তদন্তে এসেছে ডিএস পি শিল্পী পাল।
তবে এসপি অফিসের ৫০০ মিটারর মধ্যে রয়েছে জেলাশাসক থেকে একাধিক প্রশাসনিক কর্তার অফিস৷ কৃষ্ণনগরে এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে এত নিরাপত্তা থাকার মধ্যেও একজন যুবক এভাবে খুন দিনে দুপুরে খুন করে দেওয়া নিয়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।