/indian-express-bangla/media/media_files/2025/09/06/cats-2025-09-06-21-52-41.jpg)
অসাধ্য সাধন করল বি আর সিং হাসপাতাল।
অসাধ্য সাধন করল বি আর সিং হাসপাতাল। চিকিৎসকদের তৎপরতা ও দক্ষতায় জটিল অস্ত্রপচারে প্রাণ বাঁচল ৯ বছরের এক কিশোরের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত ছিল ওই কিশোর। বেশ কিছুদিন যাবৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাকে বি আর সিং হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। চিকিৎসকদের দক্ষতায় তার সফল কার্ডিয়াক ইন্টারভেনশন সম্পন্ন হয়।
চিকিৎসা পরিষেবায় অনন্য নজির নজির গড়ল বি আর সিং হাসপাতাল। নন-সার্জিক্যাল পদ্ধতি উন্নত চিকিৎসার মাধ্যমে বছর নয়ের এক কিশোরকে প্রাণে বাঁচালেন হাসপাতালের চিকিৎসরা। জানা গিয়েছে শিশুটি শ্বাসকষ্ট ও অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন ছেলেটির হৃদযন্ত্রে জন্ম থেকেই কিছু সমস্যা রয়েছে। বয়সের কথা বিবেচনা করে চিকিৎসকরা ডিভাইস ক্লোজার পদ্ধতিতে হৃদযন্ত্রের সমস্যা সমাধানের চিন্তা ভাবনা করেন। সেই ময় ২৮ আগস্ট সফলভাবে তার ASD ডিভাইস ক্লোজার সম্পন্ন হয়।
চিকিৎসকদের দলের নেতৃত্বে ছিলেন ডাঃ অশোক সাহা, ডাঃ এ. কে. রায়। চিকিৎসার পর সুস্থ অবস্থায় হাসপাতাল ওই কিশোরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।পরিবারের তরফে হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার ভূয়সী প্রশংসা করা হয়েছে। পূর্ব রেলের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে রেলওয়ে সুবিধাভোগী ও সাধারণ মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যপরিষেবাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বি আর সিং হাসপাতাল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ।