প্রাথমিকের টেট নিয়ে বেনজির অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ২০২২-এর প্রাথমিকের টেট বানচালের চেষ্টা বিরোধীদের একাংশের, সাংবাদিক বৈঠকে কার্যত বোমা ফাটালেন শিক্ষামন্ত্রী। বিচ্ছিন্ন কয়েকটি অভিযোগ ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই চলছে প্রাথমিকের টেট, স্পষ্ট জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিরোধীদের সহযোগিতা করতে বার্তা মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্যের।
৫ বছর পর আজ রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষার আয়োজন করা হয়। ৬ লক্ষ ৯০ হাজারেরও বেশি পরীক্ষার্থী এবছর টেট পরীক্ষা দিচ্ছেন। নজিরবিহীন সুরক্ষা নিয়ে এবারের টেটের আয়োজন করেছিল রাজ্য সরকার। টেট আয়োজনে উপযুক্ত সব ধরনের সুরক্ষা নেওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তবে এবার টেট শুরুর আগে থেকে বিরোধীদের একাংশ পরীক্ষা বানচালের চেষ্টা করেছিলেন বলে মারাত্মক অভিযোগ এনেছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ''ভুয়ো প্রশ্নপত্র ছড়ানো হচ্ছিল। ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা হচ্ছিল। সাইবার ক্রাইমে অভিযোগ করা হয়েছে। বিরোধীদের একাংশ নানাভাবে পরীক্ষা বানচালের চেষ্টা করছিল। হোয়াটসঅ্যাপে ভুয়ো প্রশ্ন ঘুরেছে। কিন্তু মূল প্রশ্নের সঙ্গে ওই প্রশ্নের কোনও সম্পর্ক নেই।''
আরও পড়ুন- মেডিক্যাল কলেজে জারি আন্দোলন, অনশনেই ‘অধিকার’ ছিনিয়ে নিতে প্রত্যয়ী ডাক্তারি পড়ুয়ারা
রাজ্য সরকার টেটের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর বলেও এদিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে ব্রাত্য বসু দরাজ সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ই স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারেন। তিনিই স্বচ্ছভাবে কাউন্সেলিং করাতে পারেন। তিনিই রাজ্যের বেকারদের হাতে স্বচ্চভাবে নিয়োগপত্র তুলে দিতে পারেন। এই টেট দিয়ে সেটাই শুরু হল। টেটের প্রশ্নপত্র ফাঁস হয়নি। এটা প্রমাণিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বচ্চতার সঙ্গে পরীক্ষা নিতেও জানে ও নিয়োগ দিতেও জানে। বিরোধীরা অভিযোগ না করে সাহায্য করুন।''
আরও পড়ুন- শুরু প্রাথমিকের TET, বিতর্কহীন পরীক্ষা চ্যালেঞ্জ নবান্নের! এযাত্রায় উতরে যেতে মরিয়া পর্ষদও
এবার প্রাথমিকের টেট রাজ্যজুড়ে ১৪৬০টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কন্ট্রোলরুম থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে এদিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোথাও কোনও অনিয়ম দেখলেই তা নিরসণে স্পষ্ট নির্দেশও তড়িঘড়ি পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।