/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-183.jpg)
বিদেশি যুবকের খোয়া যাওয়া মোবাইল ফিরিয়ে ‘হিরো’ কলকাতা পুলিশ, সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ
ট্রেনে বাসে হামেশাই পকেট থেকে উধাও হয়ে যায় শখের মোবাইল ফোনটি। এই ধরণের ঘটনা সম্প্রতি বেড়ে যাওয়ায় সতর্ক কলকাতা পুলিশও। কলকাতা পুলিশের তরফে সাইবার ক্রাইম শাখাকে উন্নত করার পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে। আর তারই সুফল ভোগ করছেন আম আদমি।
প্রযুক্তি ব্যবহার করে মাত্র কয়েকঘণ্টার মধ্যেই মোবাইল ফোন খোঁজা সম্ভব হয়েছে বলে দাবি কলকাতা পুলিশের। এর আগেও এমন ঘটনা ঘটেছে শহরে। মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে মোবাইল মালিকের কাছে। সম্প্রতি আবারও একই রমকের ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা।
মঙ্গলবার শহরের বুকে বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই নিজের পকেটে হাত দিয়ে দেখেন উধাও দামি মোবাইল। সঙ্গে উধাও মোবাইলে থাকা যাবতীয় নথি, কন্ট্যাক্টও। বাস থেকে নেমেই তড়িঘড়ি তালতলা থানায় নিজের মোবাইল চুরির বিষয়ে একটি ডায়েরি করেন আইরিশ যুবক বাইরান কেলি। তিনি ২০১০ সাল থেকে কলকাতায় একটি শিক্ষামূলক প্রকল্পের সঙ্গে যুক্তি। অভিযোগের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের তরফে উদ্ধার করা হয় বাইরানের হারিয়ে যাওয়া মোবাইলটি।
I would like to express my gratitude to the @KolkataPolice team in Taltala station under Officer Amitava Sarkhel. On Tuesday after taking a bus my mobile was gone from my pocket. On informing Taltala Station they quickly took action, recovered & returned my mobile in 48 hours 🙏 pic.twitter.com/gtZDj1MD0X
— Brian Kelly (@IndiaBrian) March 16, 2023
মোবাইল ফিরে পেয়ে রীতিমত আপ্লূত বাইরান। তিনি এক টুইট পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশ, ভারপ্রাপ্ত আধিকারিক অমিতাভ সরখেল একই সঙ্গে তালতলা থানাকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি তাঁর পোস্টে লিখেছেন, “আমি তালতলা থানার ভারপ্রাপ্ত আফিসার ইনচার্জ অমিতাভ সরখেল একই সঙ্গে তালতলা থানা এবং কলকাতা পুলিশের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। মঙ্গলবার বাসে ওঠার কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করি যে আমার পকেট থেকে মোবাইল খোয়া গিয়েছে। তালতলা থানায় বিষয়টি জানাতেই পুলিশের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।৪৮ ঘণ্টার মধ্যে আমার মোবাইল ফিরিয়ে দিয়ে নজির গড়েন কলকাতা পুলিশ।আমাকে আমার মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য কলকাতা পুলিশের পরিশ্রমী কাজের জন্য আমি কলকাতা পুলিশের প্রতি কৃতজ্ঞ”।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us