Advertisment

রাজ্যে ফের ব্রিজ বিপর্যয়, তমলুকে ভেঙে পড়ল সেতু, ধ্বংসস্তূপের নিচে আটক ২

পোস্তা, মাঝেরহাটের পর ফের একার এ রাজ্যে ব্রিজ ভাঙে পড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
bridge collapse in tamluk , তমলুকে ভেঙে পড়ল ব্রিজ

ভেঙে পড়েছে সেতু।

ভাঙা ব্রিজ মেরামতির কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ সেই ব্রিজ ভেঙে পড়ল। ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুকের। ধ্বংসস্তুপের নিচে দু'জন ব্যক্তি রয়েছে বলে সূত্রের খবর। এদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ। ঘটনার পর প্রায় তিন ঘন্টা পার হয়ে গিয়েছে।

Advertisment

ঘটনাস্থলে রয়েছে দমকল ও তমলুক থানার পুলিশ। দুর্ঘটনার পর প্রচুর মানুষের জমায়েত হয়েছে।

পোস্তা, মাঝেরহাটের পর ফের একার এ রাজ্যে ব্রিজ ভাঙে পড়ল।

স্থানীয়দের অভিযোগ, ওই ব্রিজটি দীর্ঘ দিন ধরেই জীর্ণ ছিল। প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেছিলেন এলাকাবাসী। এরপর পাঁচ-ছয় দিন আগে সেতু সংস্কারের কাজ শুরু হয়। বুধবার বেলা ১২টার কিছু আগে সংস্কারের কাজ চলার সময়ই ব্রিজ ভেঙে পড়ে।

ভাঙা সেতু মেরামতির সময়েও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি বলে অভিযোগ উঠছে।

দুর্ঘটনাটি তমলুকের ১৪ নম্বর ওয়ার্ডে হলেও ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক বলেছেন, '৫০ বছরের পুরনো ব্রিজটি স্থানীয়রা দীর্ঘ দিন ধরেই সংস্কারের দাবি তুলছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, সেতুটি ভেঙে পড়তে পারে। তা-ই সত্যি হল। এছাড়া সংস্কারের কাজ চলাকালীন কোনও নিয়ম মানা হচ্ছিল না।'

Bridge Collapse East Midnapore Tamluk
Advertisment