scorecardresearch

ডিভোর্স পাচ্ছে না দিদি, জামাইবাবুকে তলোয়ারের কোপে খুন ‘গুণধর’ শ্যালকের

জালে তার এক বন্ধুও। বাকিদের খোঁজ চলছে।

cooch beahar sitalkhuchi tmc leader and his wife daughter killed
নৃশংস এই কাণ্ডের কারণ খুঁজতে গিয়ে ধন্দে পুলিশ।

ডিভোর্স চেয়েও মিলছে না। তাই জামাইবাবুকে তরোয়ালের কোপ মেরে খুন করল শ্যালক। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার নিশ্চিন্তপুরে। পুলিশ ঘাতক শ্যালক বিশাল মালকে গ্রেফতার করেছে। জালে তার এক বন্ধুও। বাকিদের খোঁজ চলছে।

জানা গিয়েছে, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের বোনের। বিশালের পরিবার কৃষ্ণ কর্মকারের সঙ্গে ডিভোর্স চাইছিল। তাতেই কৃষ্ণকান্ত রাজি ছিলেন না। শুক্রবার রাতে নিশ্চিন্তপুরের নিজের মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ কর্মকার । সেই সময় বিশাল কৃষ্ণের মাসির বাড়িতে ৫-৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে ঢিকে পড়ে। পরে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয়। তাঁর গলায় তরোয়ালের কোপ মারে। ঘটনায় রক্তাক্ত কৃষ্ণ আর্তমাদ শুরু করে। যা শুনেই বাড়ির লোক ও প্রকিবেশীরা বেরিয়ে পড়ে বিশালকে ধরে ফেলে।

জখম কৃষ্ণ কর্মকারকে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। খুনী শ্যালক বিশালকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। রামপুরহাট থানার পুলিশ বিশাল মাল ও তার এক সাগরেদকে গ্রেফতার করেছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Brother in law killed son in law in rampurhat birbhum