/indian-express-bangla/media/media_files/2025/06/07/JEhWOpnUXBYvjHkNAsA1.jpg)
BSF: বিএসএফ-এর জওয়ানদের বিশেষ কর্মসূচি।
আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। ফি বছর যোগ দিবসে নানাবিধ কর্মসূচি নিতে দেখা যায় বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থাকে। এবার মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে যোগ দিবসের আগে বিশেষ কর্মসূচি পালন করল BSF। সীমান্তরক্ষী বাহিনীর এই বিশেষ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এলাকার বহু সাধারণ মানুষও। এককথায় BSF-এর অনন্য এই উদ্যোগ বেশ সাড়া ফেলে দিয়েছিল।
মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে বিএসএফ-এর ৭৩ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে যোগ ব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে স্বতস্ফূর্তভাবে যোগ ব্যায়ামে অংশ নিয়েছিলেন মুর্শিদাবাদে কর্মরত বিএসএফ-এর কর্মকর্তা থেকে শুরু করে অন্য জওয়ানরা। এমনকী এলাকার বহু সাধারণ মানুষও এই যোগ ব্যায়ামের বিশেষ শিবিরে অংশ নিয়েছিলেন।
বিএসএফের কমান্ড অফ সেক্টর বহরমপুর অনিল টিগ্গা জানান, এই শিবিরে যোগাসনের বিভিন্ন রকম সুবিধা সম্পর্কে সচেতনতার পাঠ দেওয়া হয়েছে। বিএসএফের জওয়ানদের তো বটেই এমনকী সাধারণ মানুষকেও যোগের গুণাগুণ সম্পর্কে ওয়াকিবহাল করতে তাঁদের বিশেষ এই উদ্যোগ। আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। তার আগে এই শিবিরের মাধ্যমে যোগ নিয়ে এলাকার মানুষকে সচেতনতার পাঠ দেওয়া হয়েছে। আগামী যোগ দিবসেও এই শিবির বৃহৎ আকারে হবে বলে আশাবাদী এই বিএসএফ কর্তা।
আরও পড়ুন- Kolkata News Live Update:বাংলাদেশে কবে হবে নির্বাচন? দিন ঘোষণা মহম্মদ ইউনূসের
এদিকে, বিএসএফ-এর এই অনন্য সাধারণ উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। তাঁরাও সাড়ম্বরে এই উদ্যোগে সামিল হয়েছিলেন। সীমান্তরক্ষী বাহিনীর এই বিশেষ কর্মসূচি ঘিরে হাজারদুয়ারি চত্বর ছিল জমজমাট। আগামী যোগ দিবসে হাজারদুয়ারি প্রাসাদ চত্বরে বৃহৎ আকারে যোদ দিবস পালনের কথা জানিয়েছে বিএসএফ। এক্ষেত্রেও এলাকার বাসিন্দারাও সামিল থাকবেন সেই কর্মসূচিতে।