BSF-Police clash: নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত ঘিরে রণক্ষেত্র চাপড়া! BSF-পুলিশ সংঘর্ষে আহত ৪

Fensidyl smuggling: নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল বাজেয়াপ্তকে কেন্দ্র করে চাপড়ায় চরম উত্তেজনা! বিএসএফ ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত অন্তত চার পুলিশকর্মী। সীমান্তবর্তী এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া জুড়ে। তদন্তে নেমেছে প্রশাসন।

Fensidyl smuggling: নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল বাজেয়াপ্তকে কেন্দ্র করে চাপড়ায় চরম উত্তেজনা! বিএসএফ ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত অন্তত চার পুলিশকর্মী। সীমান্তবর্তী এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া জুড়ে। তদন্তে নেমেছে প্রশাসন।

author-image
Mousumi Das Patra
New Update
BSF police clash, Fensidyl smuggling, Chapra border violence, Bengal border tension, banned cough syrup, police injured, India Bangladesh border, law enforcement conflict, Nadia district news, border dispute,বিএসএফ পুলিশ সংঘর্ষ, ফেনসিডিল বাজেয়াপ্ত, সীমান্ত উত্তেজনা, চাপড়া সংঘর্ষ, নিষিদ্ধ কাশির সিরাপ, বিএসএফ বনাম পুলিশ, নদিয়া জেলা খবর, সীমান্তে মারামারি, পুলিশ আহত, ফেনসিডিল চোরাচালান

India Bangladesh border: বিএসএফ ও পুলিশের সংঘর্ষে তুমুল উত্তেজনা সীমান্তে।

Chapra border violence: নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল বাজেয়াপ্ত কে করবে? বিএসএফ নাকি পুলিশ, এ নিয়ে দুই পক্ষের গন্ডগোলে কমপক্ষে ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সীমান্তবর্তী চাপড়া এলাকার এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অতিরিক্ত পুলিশ মিত কুমার, সিএসপি শিল্পী পাল সহ পুলিশের আধিকারিকরা। 

Advertisment

এই ঘটনায় একজন বিএসএফ কর্মীকে আটক করে চাপড়া থানার পুলিশ।মঙ্গলবার রাতে চাপড়া থানার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর সীমানগর এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে রাতে এ নিয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী

Advertisment

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রীবোঝাই বাসে নিষিদ্ধ কাশি সিরাপ আসছিল। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ এই দলটির পিছু নেয়। সীমানগরে বিএসএফের ক্যাম্প লাগোয়া ওই বাসটিকে পুলিশ দাঁড় করায়। ওই বাস থেকে নিষিদ্ধ কাশি সিরাপ নামানো হয়। 

খবর পেয়ে বিএসএফ কর্মীরা এসে এই নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত  করার চেষ্টা করে। অভিযোগ এই সময় পুলিশকর্মীরা বাধা দিতে গেলে বিএসএফের সঙ্গে তাদের বচসা বেধে যায়, এমনকী পুলিশকর্মীদের বিএসএফ ব্যাপক মারধরও করে। 

আরও পড়ুন- MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ

সঙ্গে সঙ্গে গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত পুলিশকর্মীদের মধ্যে এক জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানাগিয়েছে। তবে SIR শুরুর আবহে মধ্যে সীমান্ত এলাকায় এভাবে কেন্দ্র ও রাজ্যে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে এধরনের যুদ্ধংদেহী মনোভাব নিশ্চিতভাবেই উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন-বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি

police BSF Clash India-Bangladesh Border west bengal latest news Fensidyl smuggling Bengal border tension Nadia district news