/indian-express-bangla/media/media_files/2025/06/11/0MH7MTnwTLQJFlWtkdTm.jpg)
সস্তার প্ল্যানে দুর্দান্ত সুবিধা!
Cheapest Recharge Plan: প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং! পুজোর আগে বাম্পার অফারে তোলপাড় ফেলল এই সংস্থা
বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় ধুঁয়াধার প্ল্যান নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL)! সম্প্রতি সংস্থা নিয়ে এসেছে ২৯৯ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন পাবেন ৩ জিবি হাই-স্পিড ডেটা, সঙ্গে থাকবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা। প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন, যা Airtel ও Jio-এর সমপরিমাণ প্ল্যানের তুলনায় অনেক সস্তা।
প্ল্যানের সুবিধা-
BSNL-এর নতুন ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটার সুবিধা মিলবে। যারা আরও বেশি ডেটার সন্ধান করছেন তাদের জন্য এই প্ল্যানটি একেবারে পারফেক্ট। এছাড়া, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো—অন্য অপারেটররা সাধারণত ২৮ দিনের ভ্যালিডিটি দেয়, কিন্তু BSNL এই প্ল্যানে পুরো ৩০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে।
BSNL জানিয়েছে, এই নতুন ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন পাবেন—
৩ জিবি হাই-স্পিড ডেটা
আনলিমিটেড ভয়েস কলিং
প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা
সবচেয়ে বড় আকর্ষণ হল, অন্য কোম্পানিগুলির মতো ২৮ দিন নয়, এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। অর্থাৎ পুরো মাস রিচার্জ নিয়ে চিন্তা করতে হবে না।
BSNL 4G পরিষেবা
BSNL জানিয়েছে, তাদের 4G পরিষেবা এখন দিল্লিতেও চালু হয়েছে। ফলে গ্রাহকরা আরও দ্রুত ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন। ধাপে ধাপে অন্যান্য শহরেও 4G পরিষেবা চালু হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই প্ল্যান ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে গ্রাহকরা 1800-180-1503 নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরকারি ওয়েবসাইট bsnl.co.in ভিজিট করতে পারেন।