Advertisment

Bengal's former CM Buddhadeb Bhattacharya Death: পিস ওয়ার্ল্ডে শায়িত বুদ্ধদেবের মরদেহ, শুক্রবার শেষ শ্রদ্ধার পর দেহদান

Buddhadev Bhattacharya Passed away: প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে কলকাতায় পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিএমের এই প্রবীণ নেতা। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Former Chief Minister Buddhadev Bhattacharya passed away, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharya: পাম অ্যাভিনিউ থেকে শেষ বারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

Bengal's former CM Buddhadeb Bhattacharya Death News: পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আজ, বৃহস্পতিবার সেখানেই তাঁর দেহ সংরক্ষণ করে রাখা হবে। আগামিকাল, শুক্রবার সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। তারপর আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর কার্যালয় থেকে কাল বিকেল ৪টেয় শেষযাত্রা করে দেহ নিয়ে যাওয়া হবে NRS-এ। সেখানেই দেহদান হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

Advertisment

বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। একটানা ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে গুরুদায়িত্ব সামলেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশ সারার পরপরই অসুস্থতা আরও বাড়ে। তার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। চিকিৎসকরা এসে জানিয়ে দেন বুদ্ধবাবু আর নেই।

তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট আরও বেড়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে নতুন করে আবারও অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা বহু চেষ্টা করেন তাঁকে সুস্থ করার। তবে সূত্র মারফত জানা গিয়েছে আজ সকালে আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি চিকিৎসকরা পরীক্ষা করেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। এর পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন Buddhadeb Bhattacharya Death: চোখের জলে শেষ বিদায়, কখন-কোথায় শ্রদ্ধা জানাবেন প্রিয় নেতাকে?

আগামিকাল, শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা। বেলা সাড়ে ১১টায় বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হবে মরদেহ। বেলা ১২টা থেকে ৩.১৫ মিনিট পর্যন্ত মুজাফফর আহমেদ ভবনে শায়িত থাকবে মরদেহ। বিকেল সাড়ে ৩টে থেকে ৩.৪৫ মিনিট পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে রাখা হবে মরদেহ। বিকেল ৩.৪৫ মিনিটে দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রা। বিকেল ৪টেয় দেহদান।

  • Aug 08, 2024 16:29 IST
    বুদ্ধদেবের প্রয়াণে মর্মাহত অভিষেক বন্দ্যোপাধ্যায়

    প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে শোকাহত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, " আমি গভীর ভাবে মর্মাহত। বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তাঁর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।"



  • Aug 08, 2024 15:04 IST
    শোকাহত পিনারাই বিজয়ন

    "শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৭০-এর দশকে পশ্চিমবঙ্গে "আধা-ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী শাসনের সন্ত্রাসের রাজত্বের" বিরুদ্ধে কমিউনিস্ট প্রতিরোধের অগ্রভাগে ছিলেন। তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং তৎকালীন সরকারের নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছেন।" বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এমনই মন্তব্য কেরলের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা পিনারাই বিজয়নের।



  • Aug 08, 2024 15:03 IST
    শোকাহত পিনারাই বিজয়ন

    "শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৭০-এর দশকে পশ্চিমবঙ্গে "আধা-ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী শাসনের সন্ত্রাসের রাজত্বের" বিরুদ্ধে কমিউনিস্ট প্রতিরোধের অগ্রভাগে ছিলেন। তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং তৎকালীন সরকারের নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক প্রতিরোধের নেতৃত্ব দিয়েছেন।" বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এমনই মন্তব্য কেরলের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা পিনারাই বিজয়নের।



  • Aug 08, 2024 14:58 IST
    শোক প্রকাশ মল্লিকার্জুন খাড়গের

    প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শোকবার্তায় তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আমার গভীর সমবেদনা। পাঁচ দশকেরও বেশি রাজনৈতিক জীবনে তিনি জনগণের সেবা করেছেন। আমাদের চিন্তা ও প্রার্থনা তার পরিবার এবং কমরেডদের সাথে রয়েছে।"



  • Aug 08, 2024 14:56 IST
    দেশের সেবায় অঙ্গীকারবদ্ধ ছিলেন: প্রধানমন্ত্রী

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত। তিনি এমন একজন রাজনৈতিক নেতা ছিলেন যিনি অঙ্গীকারের সাথে রাষ্ট্রের সেবা করেছিলেন। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি।"



  • Aug 08, 2024 14:44 IST
    পিস ওয়ার্ল্ডে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

    পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আজ সেখানেই তাঁর দেহ সংরক্ষণ করে রাখা হবে। আগামিকাল সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। তারপর আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর কার্যালয় থেকে কাল বিকেল ৪টেয় শেষযাত্রা করে দেহ নিয়ে যাওয়া হবে NRS-এ। সেখানেই দেহদান হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর।



  • Aug 08, 2024 14:17 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের শোকযাত্রার কর্মসূচি

    আগামিকাল সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা। বেলা সাড়ে ১১টায় বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হবে মরদেহ। বেলা ১২টা থেকে ৩.১৫ মিনিট পর্যন্ত মুজফফর আহমেদ ভবনে শায়িত থাকবে মরদেহ। বিকেল সাড়ে ৩টে থেকে ৩.৪৫ মিনিট পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে রাখা হবে মরদেহ। বিকেল ৩.৪৫ মিনিটে দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য

    নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রা। বিকেল ৪টেয় দেহদান।



  • Aug 08, 2024 14:10 IST
    বুদ্ধবাবুর সঙ্গে আলাপচারিতার অনেক কথা মনে পড়ছে: মমতা

    "আজ সকালে বৌদি বললেন উনি ব্রেকফাস্ট করেছেন। ব্রেকফাস্ট করারপর শ্বাসকষ্ট হয়েছে। তারপর চলে গেলেন। আমি মীরা বৌদিকে, সুচেতনাতা তাঁর সন্তানকে, সিপিএমের সকলকে তথা বামফ্রন্টের সকলকে এবং সহ নাগরিকদেরও শ্রদ্ধা জানাচ্ছি। ওঁর অনেক কন্ট্রিবিউশন আছে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে। তিনি পার্থিব জগত থেকে বিদায় নিয়েছেন। মানুষের জগতে উনি বিচরণ করবেন। বুদ্ধবাবুর সঙ্গে আলাপচারিতার অনেক কথা মনে পড়ছে। তাঁর আত্মা শান্তি পাক।" বৃহস্পতিবার তাঁর পাংম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



  • Aug 08, 2024 13:40 IST
    আজ দিনভর পিস ওয়ার্ল্ডেই থাকবে মরদেহ

    আজ পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বের করে পিস ওয়ার্ল্ডে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আগামিকাল পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে মরদেহ। তারপর দিনভর দেহ শায়িত রাখা হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে। সেখানেই শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।



  • Aug 08, 2024 13:36 IST
    এবার তো কোনও সুযোগই দিলেন না: অশোক ভট্টাচার্য

    "এবার তো কোনও সুযোগই দিলেন না। সুস্থ রাজনীতিতে বিশ্বাস করতেন বুদ্ধদা। এটা সিপিএম পার্টির ক্ষতি নয়, বুদ্ধদার চলে যাওয়াটা রাজনীতির ক্ষতি। বুদ্ধদেব ভট্টাচার্য একটা সময় দার্জিলিং জেলার পার্টির ইনচার্জ ছিলেন। বুদ্ধদার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আজ অনেক কথা মনে পড়ছে।" বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বললেন শোকাহত তাঁরই প্রাক্তন সতীর্থ অশোক ভট্টাচার্য।



  • Aug 08, 2024 13:32 IST
    বুদ্ধবাবুর বিদায়-পর্বের তদারকিতে কোন দুই মন্ত্রী?

    ঝাড়গ্রামে আদিবাসীদের বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। তিনি বলেন, "আজ আমাকে ঝাড়গ্রামে যেতে হবে। অন্য প্রোগ্রাম হলে আমি ক্যানসেল করতে পারতাম। কিন্তু এটা ক্যানসেল করলে ওদের সেন্টিমেন্টে লাগতে পারে। ওই খবরটা শুনে আমি এতটাই শকড হয়ে গিয়েছিলাম। দেখুন হাতটা ঘসে গিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে। আমি পুলিশ কমিশনার, মুখ্যসচিব, ডিজি, সবাইকে নির্দেশ দিয়েছি। ববি আর অরূপ সারাক্ষণ থাকবে। ওরা টোটালটা দেখবে। পুলিশকে সব ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজ বলার দিন নয়। কখনও সময় পেলে নিশ্চয়ই বলব। দল হারিয়েছে নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সঙ্গে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে।"



  • Aug 08, 2024 13:32 IST
    অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলের: মমতা

    "আমি যখন আসতাম, যে কদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন। অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত লেভেলের। এসব কথা আমি বাইরে আনতে চাই না। গোপালকৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল ছিলেন তখন আমার সঙ্গে দেখা হয়েছে। একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছিল।"



  • Aug 08, 2024 13:31 IST
    অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলের: মমতা

    "আমি যখন আসতাম, যে কদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন। অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত লেভেলের। এসব কথা আমি বাইরে আনতে চাই না। গোপালকৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল ছিলেন তখন আমার সঙ্গে দেখা হয়েছে। একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছিল।"



  • Aug 08, 2024 13:31 IST
    অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলের: মমতা

    বুদ্ধদেববাবুর বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী। পাশে বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ও মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

    "আমি যখন আসতাম, যে কদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন। অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত লেভেলের। এসব কথা আমি বাইরে আনতে চাই না। গোপালকৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল ছিলেন তখন আমার সঙ্গে দেখা হয়েছে। একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছিল।"



  • Aug 08, 2024 13:28 IST
    ওঁর পরিবার-পার্টি যা বলবে সেটাই হবে: ফিরহাদ

    "মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন পার্টির সঙ্গে বাড়ির সঙ্গে কথা বলে যা সিদ্ধান্ত হয় সেটাই হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমিও বিধানসভার সদস্য ছিলাম। ওঁর পরিবার যা ঠিক করবে সেভাবেই শেষ বিদায়ের পর্ব হবে। রবীনদার সঙ্গে কথা হয়েছে। ওঁরা পার্টি থেকে যা বলবেন সেটাই হবে।" বললেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।



  • Aug 08, 2024 13:17 IST
    একজন সৎ রাজনীতিবিদ ছিলেন: রাজ্যপাল

    বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেরিয়ে তিনি বললেন, "একজন সৎ রাজনীতিবিদ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। লাখো মানুষের হৃদয়ে ছিলেন তিনি। অতি সহজ জীবনযাত্রা ছিল তাঁর।"



  • Aug 08, 2024 13:10 IST
    অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলের: মমতা

    "আমি যখন আসতাম, যে কদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন। অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত লেভেলের। এসব কথা আমি বাইরে আনতে চাই না। গোপালকৃষ্ণ গান্ধী যখন রাজ্যপাল ছিলেন তখন আমার সঙ্গে দেখা হয়েছে। একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছিল।"



  • Aug 08, 2024 12:56 IST
    বুদ্ধবাবুর চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন

    দেহদানের অঙ্গীকার আগেই করেছিলেন বুদ্ধদেব ভট্টচার্য। আজ ইতিমধ্যেই তাঁর চক্ষুদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একটু পরেই তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে পিস হাভেনের পথে। আগামিকাল তাঁর মরদেহ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করা হবে। চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বার্থে দেহ দান করে গিয়েছেন বুদ্ধবাবু।



  • Aug 08, 2024 12:53 IST
    বুদ্ধবাবুর বাড়ির সামনে অগণিত মানুষের ভিড়

    খবরটা ছড়িয়ে পড়তেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। সিপিএমের বহু নেতা-কর্মীর পাশাপাশি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এদিন বহু সাধারণ মানুষের ভিড় জমে যায়।

    এক্সপ্রেস ফটো: পার্থ পাল।



  • Aug 08, 2024 12:49 IST
    তাঁর আত্মার চির শান্তি কামনা করি: শুভেন্দু

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোকবার্তায় তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত; শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার স্বর্গীয় আবাসে চলে গেছেন। তাঁর পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।

    ওম শান্তি"



  • Aug 08, 2024 12:47 IST
    বুদ্ধমামার সততা রাজনীতির দৃষ্টান্ত: উষসী

    "বুদ্ধমামার সততা রাজনীতির দৃষ্টান্ত। এক একজন করে চলে যাচ্ছেন, ইতিহাসটাও যেন মুছে যাচ্ছে। রাজনীতি মানে যে চুরি, অস্বচ্ছতা নয়, বুদ্ধমামা নিজে এটা প্রমাণ করে দিয়ে গিয়েছেন। আমার তো ব্যক্তিগত ক্ষতি হয়ে গেল।" বললেন প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে তথা অভিনেত্রী উষসী চক্রবর্তী।



  • Aug 08, 2024 12:43 IST
    বুদ্ধদেববাবুর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়



  • Aug 08, 2024 12:33 IST
    NRS-এ দেহ দান

    বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আজ সংরক্ষণ করা হবে। তাঁর শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদানের ব্যবস্থা হয়েছে। পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। আগামিকাল সকাল ১০:৩০ থেকে আলিমুদ্দিন স্ট্রিট, সিপিআই(এম) রাজ্য দফতর মুজফফর আহমদ ভবনে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শায়িত থাকবে তাঁর মরদেহ। এরপর সেখান থেকেই বিকেল ৪টে নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শোক মিছিল করে নীলরতন সরকার মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করা হবে।



  • Aug 08, 2024 12:31 IST
    বুদ্ধবাবুর বিদায়-পর্বের তদারকিতে কোন দুই মন্ত্রী?

    ঝাড়গ্রামে আদিবাসীদের বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। তিনি বলেন, "আজ আমাকে ঝাড়গ্রামে যেতে হবে। অন্য প্রোগ্রাম হলে আমি ক্যানসেল করতে পারতাম। কিন্তু এটা ক্যানসেল করলে ওদের সেন্টিমেন্টে লাগতে পারে। ওই খবরটা শুনে আমি এতটাই শকড হয়ে গিয়েছিলাম। দেখুন হাতটা ঘসে গিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে। আমি পুলিশ কমিশনার, মুখ্যসচিব, ডিজি, সবাইকে নির্দেশ দিয়েছি। ববি আর অরূপ সারাক্ষণ থাকবে। ওরা টোটালটা দেখবে। পুলিশকে সব ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজ বলার দিন নয়। কখনও সময় পেলে নিশ্চয়ই বলব। দল হারিয়েছে নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সঙ্গে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে।"



  • Aug 08, 2024 12:09 IST
    বুদ্ধদেবের বাড়ি যাবেন মমতা

    প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, আজ সকালেই তিনি তাঁর বাড়িতে যাবেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ পূর্ণ দিবস রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে রাজ্য গান স্যালুট দেবে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



  • Aug 08, 2024 11:54 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত বিমান বসু

    প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিনের রজনৈতিক সঙ্গীর প্রয়াণে শোকে বিহ্বল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বললেন, "আমি সবে তখন ঘুম থেকে উঠেছি। সকালে একবার উটেছিলাম, তারপর কাগজ পড়ে আবার শুয়ে পড়েছিলাম। খবরটা শুনে প্রথমটায় সামলাতে পারিনি। ক্ষতি হয়ে গেল। বন্ধু চলে গেল।"



  • Aug 08, 2024 11:51 IST
    তাঁর আত্মার চির শান্তি কামনা করি: শুভেন্দু

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোকবার্তায় তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত; শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার স্বর্গীয় আবাসে চলে গেছেন। তাঁর পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।

    ওম শান্তি"



  • Aug 08, 2024 11:33 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত: মমতা বন্দ্যোপাধ্যায়

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"



  • Aug 08, 2024 11:32 IST
    বহু চেষ্টা হয়েছে ওঁকে বাঁচানোর: সেলিম

    "এতদিন উনি জীবনযুদ্ধ চালিয়ে গিয়েছেন। তাঁর নিষ্ঠা, ভূমিকা অতুলনীয়। রাজ্যের প্রশাসক হিসেবে তাঁর ভূমিকা ভোলার নয়। এক নিষ্পাপ, সৎ নেতা হিসেবে অমর হয়ে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তাঁর দেহ সংরক্ষণ করা হবে। বউদির সঙ্গে কথা হয়েছে। দলের সঙ্গেও কথা হয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এখান থেকে দেহ নিয়ে সংরক্ষণ করা হবে। দিল্লি থেকে ভিনরাজ্য থেকেও অনেকে আসবেন। দেহ দান করা ছিল। আমরা যোগাযোগ করেছি স্বাস্থ্য দফতরের সঙ্গে। তাঁর ইচ্ছামতো দেহ চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য দান করা হবে।" বললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।



  • Aug 08, 2024 11:31 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত: মমতা বন্দ্যোপাধ্যায়

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"



  • Aug 08, 2024 11:28 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত: মমতা বন্দ্যোপাধ্যায়

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"



  • Aug 08, 2024 11:25 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত: মমতা বন্দ্যোপাধ্যায়

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"



  • Aug 08, 2024 11:24 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত: মমতা বন্দ্যোপাধ্যায়

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"



  • Aug 08, 2024 11:20 IST
    বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত: মমতা বন্দ্যোপাধ্যায়

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, "পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"



  • Aug 08, 2024 11:12 IST
    একই কমপ্লেক্সে দীর্ঘকাল ছিলাম: প্রদীপ

    "আমি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি। উনি তখন মুখ্যমন্ত্রী। আমি বাংলা বনধের ডাক দিয়েছিলাম। কিন্তু কখনও ওঁর সঙ্গে দন্দ্ব তৈরি হয়নি। ওঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব সত্যিই বিরল।" বললেন কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য।



  • Aug 08, 2024 11:11 IST
    বাংলায় বাম জমানার শেষ সেনাপতি প্রয়াত

    বাংলায় বাম শাসনে জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্যের চর্চা সীমাহীন। ২০০০ সাল থেকে একটানা ২০১১ সাল পর্যন্ত ১১ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধেদব ভট্টাচার্য। আজ সকালে বাড়িতেই প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।



  • Aug 08, 2024 11:09 IST
    আজ সকালে বাড়িতেই মৃত্যু

    আজ সকাল ৮.২০ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু। চিকিৎসকরা তাঁকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।



  • Aug 08, 2024 11:09 IST
    অনেক স্নেহ পেয়েছি ওঁর থেকে: কুণাল

    বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, "সাংবাদিক, তৃণমূল নেতা নেতা হিসেবে অনেক বিরোধিতা করেছি। তবে সাংবাদিক হিসেবে ওঁর কাছ থেকে যে স্নেহ পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ।"



  • Aug 08, 2024 11:06 IST
    আজ সকালে বাড়িতেই মৃত্যু

    আজ সকাল ৮.২০ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু। চিকিৎসকরা তাঁকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ চলে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।



  • Aug 08, 2024 11:04 IST
    বহু চেষ্টা হয়েছে ওঁকে বাঁচানোর: সেলিম

    "এতদিন উনি জীবনযুদ্ধ চালিয়ে গিয়েছেন। তাঁর নিষ্ঠা, ভূমিকা অতুলনীয়। রাজ্যের প্রশাসক হিসেবে তাঁর ভূমিকা ভোলার নয়। এক নিষ্পাপ, সৎ নেতা হিসেবে অমর হয়ে থাকবেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তাঁর দেহ সংরক্ষণ করা হবে। বউদির সঙ্গে কথা হয়েছে। দলের সঙ্গেও কথা হয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এখান থেকে দেহ নিয়ে সংরক্ষণ করা হবে। দিল্লি থেকে ভিনরাজ্য থেকেও অনেকে আসবেন। দেহ দান করা ছিল। আমরা যোগাযোগ করেছি স্বাস্থ্য দফতরের সঙ্গে। তাঁর ইচ্ছামতো দেহ চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য দান করা হবে।" বললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।



  • Aug 08, 2024 11:02 IST
    আজই শেষকৃত্য নয়

    আজ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্য হবে না। আজ তাঁর দেহ সংরক্ষণ করা হবে। শেষ শ্রদ্ধা জানানো হবে। আগামিকাল সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর কার্যালয়ে। কাল বিকেলে তাঁর শেষযাত্রা বিকেল ৪টেয়।



  • Aug 08, 2024 11:02 IST
    আজই শেষকৃত্য নয়

    আজ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্য হবে না। আজ তাঁর দেহ সংরক্ষণ করা হবে। শেষ শ্রদ্ধা জানানো হবে। আগামিকাল সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর কার্যালয়ে। কাল বিকেলে তাঁর শেষযাত্রা বিকেল ৪টেয়।



Buddhadeb Bhattacharya Death West Bengal Buddhadeb Bhattacharya Health
Advertisment