Advertisment

এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য! শারীরিক পরিস্থিতি নিয়ে বড় আপডেট হাসপাতালের!

আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

author-image
IE Bangla Web Desk
New Update
hospital authority will discuss regarding buddhadeb bhttacharjees discharge on monday , মঙ্গল-বুধেই হাসপাতাল থেকে ছুটি বুদ্ধবাবুর? কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

গতকাল থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে এখনও তাঁর শারীরিক পিরিস্থিতি সন্তোষজনক নয় বলেই মত চিকিৎসকদের। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। শ্বাসনালী এবং ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই তাঁর বুকের এক্স-রে করা হয়েছিল, তবে তার রিপোর্ট উদ্বেগে রেখেছে চিকিৎসকদের।

Advertisment

বাড়িতে থাকাকালীনই ফের এক দফায় অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তির ইচ্ছে না থাকলেও শেষমেশ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গতকাল বিকেলে গ্রিন করিডর করে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত প্রাক্তনন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে।

সেই কারণেই ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসে জমে থাকা কফ বের করতে নেবুলাইজেশন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে আজ তাঁকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত তাঁর শারীরিক যা অবস্থা তাতে ভেন্টিলেশন কমানোর মতো পরিস্থিতি এখনই নেই।

আরও পড়ুন- মারাত্মক মদন! রাজ্যপালকে ভয়ঙ্কর আক্রমণ কামারহাটির তৃণমূল বিধায়কের

বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। তাঁদেরই তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রবিবার তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে আলিপুরের বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক বলেন, 'ওঁর ইকো হয়েছে। ফ্লুইড ডোজ আমরা অ্যাডজাস্ট করেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুগার নিয়ন্ত্রণে ইনসুলিন দেওয়া হচ্ছে। তবে এখনও উনি সঙ্কটজনক পরিস্থিতিতেই রয়েছেন। এখনও ওঁকে ফুল ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। যদিও উনি সাড়া দিচ্ছেন। উনি শুনতে ও বুঝতেও পারছেন।'

আরও পড়ুন- একদা মাওবাদী-গড়ে ‘উধাও’ দুই পুলিশকর্মী, আজও নিরন্তর অপেক্ষায় মায়েরা!

রবিবার সকালে ফের একবার বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিএমের শীর্ষ নেতারা। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা এদিন হাসপাতালে গিয়েছিলেন। এদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, 'গতকাল যে কন্ডিশনে উনি ভর্তি হয়েছিলেন তার থেকে উন্নতি হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।'

Former CM Buddhadeb Bhattacharya Hospitalized CPIM West Bengal
Advertisment