প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে। চেতনা আগেই ফিরেছিল। অল্প অল্প কথাও বলছিলেন। উডল্যান্ডসের চিকিৎসকদের কাছ থেকে পাওয়া খবর অনুসারে বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী আইসিইউ-তে নিজের বেডে উঠে বসেছেন। আর চিকিৎসকদের দেখলেই জানতে চাইছেন যে কবে তিনি হাসপাতাল থেকে ছুটি পাবেন।
গত শনিবার প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়েছিল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারপর থেকেই মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে অনেকটাই উন্নতি ঘটেছে তাঁর শারীরিক অবস্থার। বেসরকারি ওই হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকালে তাঁর দীর্ঘদিনের সহকারীর সঙ্গে কথা বলেছেন বুদ্ধবাবু। গল্প করেছেন। চোখে ভাল দেখতে পান না। তাই তাঁকে খবরের কাগজ পড়ে শোনাতেও বলেছেন। এরই মাঝে ডা. কৌশিক চক্রবর্তী এসে বুদ্ধবাবুকে মাস্ক পরতে বলেন। চিকিৎসকের পরামর্শ মতো সঙ্গে সঙ্গে মাস্ক পরিয়ে দেওয়া হয় তাঁকে। তবে, আর হাসপাতালে থাকতে রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই বাড়ি ফিরতে চেয়েছিলেন। এদিনও তিনি জানতচে চান যে, কবে বাড়ি যেতে পারবেন? বুদ্ধবাবুর দাবি, বাড়ি ফিরলেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
আরও পড়ুন- ৩ দিনের মধ্যেই শো-কজের জবাব দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন, তৃণমূল ভবনে গিয়ে চিঠি জমা বিধায়কের
মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুরোধে কিছুক্ষণের জন্য বাইপ্যাপ মেশিন সরানো হয়েছিল। একটানা বাইপ্যাপ না দিয়ে মাঝে মাঝে ওই মেশিন দেওয়া সম্ভব হয় কি না, সেই বিষয়টি বিবেচনা করা হবে এদিন। একাধিক শারীরিক পরীক্ষাও করা হবে। রক্তেন ক্রিয়েটিনিন, ইউরিয়া, শ্বেতকণিকার মাত্রা সহ রক্তের নানা মাপকাঠিও পরীক্ষা করা হবে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তের মধ্যে 'কেল' অ্যান্টিজেন পাওয়া গিয়েছে। যার জন্য রক্তাপ্লতার সমস্যা রয়েছে তাঁর। রক্ত দেওয়া হলেও রক্ত কমে যায়। তাই গতকালই এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ গতকাল রক্ত দেওয়া হয়নি। আজ সেই প্রক্রিয়া হতে পারে। যার জন্য মেডিক্যাল কলেজ থেকে দুই হেমাটলিস্ট আসতে পারেন।