শনিবার সকাল থেকেই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা। নিয়ন্ত্রণে রক্তচাপ ও শরীরে অক্সিজেনের মাত্রা। শুক্রবার রাতে হাসপাতাল সূত্রে জানা যায়, বুদ্ধবাবুর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। রাতেই তাঁকে ২ ইউনিট রক্ত দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কয়েক ইউনিট দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
এদিন বিকেলে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বলা হয়, ডঃ কৌশিক চক্রবর্তীর নেতৃত্বে যে সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখভাল করছেন মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসকরা।
আরও পড়ুন: রাষ্ট্রপতি কোবিন্দের পাক আকাশ ব্যবহারের আর্জি খারিজ ইসলামাবাদের
শুক্রবার রাতে, শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। সারতে আরও কয়েকদিন সময় লাগবে। তাঁকে এদিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।
শুক্রবার রাতেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিরপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শনিবার হাসপাতালে যান, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রত্যেকেই তাঁর শারীরিক সুস্থতা প্রার্থনা করেন।