ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগামিকাল অর্থাৎ বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তবে বাড়িতে গেলেও চিকিৎসকদের নজরদারিতেই থাকবেন তিনি। ইতিমধ্যেই আলিপুরের বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের একটি দল বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়ি ঘুরে গিয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া হলেও আরও কিছুদিন তাঁকে হোম কেয়ার চিকিৎসায় রাখার সিদ্ধান্ত মেডিক্যাল বোর্ডের। সেই কারণেই তাঁর বিছানা থেকে শুরু করে ঘরের অন্যান্য সামগ্রী কোথায় কীভাবে থাকলে শারীরিক দিক থেকে বুদ্ধাবাবু ভালো থাকবেন সেদিকটিই খতিয়ে দেখে গিয়েছেন তাঁরা।
সোমবারই আলিপুরের উডল্যান্ডস হাসপাতাবলে তরফে জানানো হয়েছিল দ্রুত সুস্থ হয়ে উঠছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে মঙ্গলবার এব্যাপারে স্পষ্ট করে জানানো হয়েছে হাসপাতালের তরফে। বুধবারই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তবে বাড়িতে ফিরলেও চিকিৎসকদের মনিটরিংয়েই রাখা হবে তাঁকে। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে যে ঘরে থাকেন সেই ঘরটির জীবনুনাশের কাজও ইতিমধ্যেই করা হয়েছে। তিনি এক কামরার একটি ঘরে থাকেন । বারবার বলা হলও ঘর বদলে রাজি নন বর্ষীয়ান রাজনীতিবিদ। সেই কারণেই সেই ছোট্ট ঘরেই চিকিৎসার বেশ কিছু সামগ্রী মজুত রাখা হচ্ছে। বেড সাইড মনিটর, অক্সিজেন কনসেনট্রেটর, নেবুলাইজার, বাইপ্যাপ রাখা হচ্ছে। ঘরে কোথায় সেসব যন্ত্রপাতি বসবে তা ইতিমধ্যেই গিয়ে দেখে এসেছেন উডল্যান্ডস হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
রাতে-দিনে সিস্টাররা দেখভাল করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে চলবে ফিজিওথেরাপি এবং সোয়ালো থেরাপি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য এখন সুস্থ। তবে রাইলস টিউব পরানো আছে। যদিও তরল খাবার তাঁকে দেওয়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাইলস টিউব সরানোর কথা বলছেন বারবার। দ্রুত রাইলস টিউব সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে ফের স্বাভাবিকভাবে খাবার খাওয়ানোর চেষ্টা করছেন চিকিৎসকরা।