/indian-express-bangla/media/media_files/2025/08/15/img-20250815-wa0067-2025-08-15-20-29-21.jpg)
বুলা চৌধুরী
Hooghly News: ফাঁকা বাড়ি দেখে সর্বস্ব চুরি! খোয়া গেছে এক শোকেস ভর্তি মেডেল। সাধারণ কোন বাড়িতে নয়, এবার চুরির ঘটনা ঘটল জাতীয় পুরস্কার প্রাপ্ত বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে।
হুগলির হিন্দমোটর দোবাই পুকুর এলাকায় প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর 'সুন্দর বাড়ি'। তবে বুলা এই বাড়িতে থাকতেন না। তিনি কলকাতার কসবায় থাকেন তবে মাঝে মধ্যেই এই পৈতৃক বাড়িতে আসতেন। কয়েকদিন পরই ওই বাড়িতে যাওয়ার কথা ছিল বুলা চৌধুরীর। তাই শুক্রবার তাঁর ছোট ভাই সেখানে যান ও পরিষ্কার করার ব্যবস্থা করেন। কিন্তু দরজা খুলেই তিনি চমকে যান। তিনি জানান, পদ্মশ্রী প্রাপ্ত সাঁতারুর প্রায় সমস্ত মেডেল চুরি গিয়েছে।
পদ্মশ্রী পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারের মতো পদকের রেপ্লিকা সোনা-রুপো-ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গিয়েছে চোর! এছাড়া ঘরের বিভিন্ন দামি জিনিসও চুরি গিয়েছে। খবর পেয়েই বুলা কলকাতা থেকে হিন্দমোটর চলে আসেন। এদিন বুলা জানান, আমার ১২০ খানা গোল্ড মেডেল ছিল। এছাড়া রুপো, ব্রোঞ্জের মেডেল ও প্রচুর ছিল। সব শোকেস ভেঙে নিয়ে গেছে। ঘরে একটা কল নেই। সব ভাঙা। আমি মানসিক দিক থেকে খুব বিপর্যস্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রীয় ক্রীড়া দফতরের মন্ত্রী ছিলেন তখন আমি বিদেশে সাঁতার প্রতিযোগিতায় যাওয়ার সময় আমায় বলেছিলেন বুলা দেশের জন্য সোনা আনবে, আমি ৬ টি সোনার মেডেল এনে ওনার কথা রেখেছিলাম। এখন উনি মুখ্যমন্ত্রী। এবার আমার আবেদন তাঁর কাছে, দয়া করে এখানকার প্রশাসন কে জোর দিন যাতে আমার সমস্ত মেডেল গুলো উদ্ধার হয়।
ইতিমধ্যে তাঁর অভিযোগের ভিত্তিতে স্থানীয় উত্তরপাড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিতাভ সান্যাল সহ চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক রা তাঁর বাড়িতে এসে তদন্ত করে গেছেন। তাঁরা জানিয়েছেন এই চুরির কিনারা তাঁরা করবেনই। যদিও রেকর্ড বলছে অতীতে ২০১৪ সালে দু' দুবার ছয়মাসের ব্যবধানে বুলার ফাঁকা বাড়িতে চুরি হয়েছিল। কিন্তু আজ অবধি তার কোনো কিনারা হয়নি বলে বুলার দাবি।