/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Durgapur-500-note.jpg)
নিমেষে ড্রেন থেকে সেই টাকা উধাও হয়ে যায়। ছবি- অনির্বাণ কর্মকার
ড্রেনে ভেসে এলো বান্ডিল বান্ডিল ৫০০ টাকা। খবর চাউর হতেই সঙ্গে সঙ্গে কুড়ানোর হিড়িক। চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। নিমেষে ড্রেন থেকে সেই টাকা উধাও হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। তারপরেই সন্ধ্যায় কাঁকসার কালীনগরে ড্রেনে বান্ডিল বান্ডিল ৫০০ টাকা ভেসে আসে। ভিড় জমে যায় এলাকা জুড়ে। সেই টাকা কুড়োতেও শুরু করেন স্থানীয়রা। এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ড্রেনে ভেসে এল বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট, কুড়ানোর হিড়িক দুর্গাপুরে।
Express Video: Anirban Karmakar pic.twitter.com/TIETrlQ1pb— Indian Express Bangla (@ieBangla) July 15, 2022
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ড্রেনটি আড়রা মোড় থেকে শুরু হয়েছে কালীনগর হয়ে ড্রেনটি চলে গিয়েছে। কী ভাবে এলো এই টাকাগুলি বা কোথায় ই বা গেল তা নিয়ে চিন্তায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন একদিনেই উধাও ৭০ শতাংশ যাত্রী, মাথায় হাত অটোচালকদের!
কিন্তু তার আগেই বহু মানুষ নোট কুড়িয়ে সেখান থেকে চলে যান। নোটবন্দির পরে এরকম ভাবে বহু জায়গায় পুরনো নোট উদ্ধার হয়েছিল। কিন্তু সেগুলি পুরনো ৫০০-১০০০ টাকার নোট। এক্ষেত্রে নতুন নোট ভেসে আসছিল। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কীভাবে কোথা থেকে এত নোট ভেসে এল তা নিয়ে পুলিশ ধন্দে।