Advertisment

Dilip Ghosh: বর্ধমানে বিরল দৃশ্য, তৃণমূলের মঞ্চে বিজেপির 'ডাকাবুকো' দিলীপ ঘোষ!

Lok Sabha Election 2024: মমতা-অভিষেকের বিরুদ্ধে তিনি বরাবরই ভোকাল। তাহলে হঠাৎ লোকসভা ভোটের আগে কীসের ইঙ্গিত?

author-image
IE Bangla Web Desk
New Update
Burdwan-Durgapur bjp candidate dilip ghosh visits tmc camp on occasion of eid , ঈদ উপলক্ষে তৃণমূলের শিবিরে বিজেপির দিলীপ ঘোষ গিয়ে শরবত পান করলেন

BJP: ভাতারের তৃণমূল নেতৃত্বের সঙ্গে করমর্দন দিলীপ ঘোষের।

Burdwan-Durgapur BJP Candidate Dilip Ghosh Visits TMC Camp: বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটের প্রার্থী হওয়ার পর ইতিমধ্যেই একাধিক বিতর্কে জড়িয়েছেন। দলেরও ধমক সহ্য করেছেন। ঢোক গিলেছেন কমিশনের নোটিসেও। কিন্তু বৃহস্পতিবার অন্য এক দিলীপ ঘোষকে চাক্ষুস করল বর্ধমান। সৌজন্যতার অনন্য নজির গড়লেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

Advertisment

এমন কী করলেন দিলীপ ঘোষ? এ দিন পূর্ব বর্ধমানের ভাতারে ভোটপ্রচারে যাওয়ার সময় তালিতের দিঘীরপাড়ে তৃণমূলের ঈদের একটি কর্মসূচিতে চলে যান বিজেপি প্রার্থী। তখন মঞ্চে হাজির ছিলেন শাসক দলের ব্লকের নেতা-নেত্রীরা। দিলীপকে ঢুকতে দেখে তৃণমূল ক্যাম্পের বাকি কর্মীরা কিছুটা চমকেই গিয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ঈদ উপলক্ষে জলছত্রের আয়োজন করা হয়। তৃণমূলের ওই অনুষ্ঠানে শরবত খান তিনি।

আরও পড়ুন- Bonus Discrimination: পুজো-ঈদে পুলিশের বোনাসে বিরাট ‘বৈষম্য’! মমতা সরকারের বিরুদ্ধে তুলকালাম অভিযোগ শুভেন্দুর

এসবের মধ্যেই তৃণমূল কর্মীরা 'জয় বাংলা' স্লোগান তোলেন, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও স্লোগান দেওয়া হয়। কিন্তু এতে মেজাজ হারাননি দিলীপ।

উল্টে তৃণমূলের মঞ্চেই সকলকে শুভেচ্ছা জানান বক্তৃতাও দেন বিজেপি প্রার্থী। বলেন, 'ঈদ সামাজিক অনুষ্ঠান। সবাই মিলেই আমরা সেটা পালন করে থাকি। এতে ভেদাভেদ নেই। সকলে ভাল থাকবেন।' মঞ্চ থেকে নেমে পরে তিনি বলেন, 'ঈদ হল আনন্দের উৎসব। মুসলিম ভাই-বোনেরা ছিলেন। তৃণমূলেরও লোক ছিল। আজ ঈদ, পরে রামনবমীও হবে। আমি চাই, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।'

tmc bjp dilip ghosh burdwan loksabha election 2024
Advertisment