Advertisment

Dilip Ghosh: দুরন্ত দিলীপ! মাঠে নেমেই হাঁকালেন চার-ছক্কা! 'রাফ অ্যান্ড টাফ' মেজাজে যা বললেন…

Lok Sabha Election 2024-Bardhaman-Durgapur BJP Candidate: আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেক প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের শাসকদল তৃণমূল এই কেন্দ্র থেকে এবার প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকে। বামেরা এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে সুকৃতি ঘোষালকে। তবে এই কেন্দ্রে এবার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Burdwan Durgapur constituency BJP Dilip Ghosh went out for morning walk and played cricket

Dilip Ghosh: ক্রিকেট খেলছেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh: এবার আর মেদিনীপুর (Medinipur) থেকে নয়, BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবার লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) লড়ছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। এবারের নির্বাচনেও জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বিজেপির এই দাপুটে নেতা। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। বর্ধমানের একটি মাঠে ঢুকে ক্রিকেট ব্যাট হাতে হাঁকালেন চার-ছক্কা। সঙ্গে সেই স্বভাবসিদ্ধ ঢঙেই মিলল দিলীপ-উবাচ!

Advertisment

কী বললেন দিলীপ ঘোষ?

"এখনও আমি সেভাবেই খেলি। যে মাঠে গেলে, সেই মাঠেই খেলি। যেমন পিচ পাই, সেখানে খেলেই জিতি। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। ওরা তলই পাবে না, কখন ইলেকশন পার হয়ে যাবে।"

শনিবার সকালে প্রাতঃভ্রমণ সেরে বর্ধমানের ব্লিজ মাঠে এসেছিলেন বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে ঢুকে ক্রিকেট খেলেছেন তিনি। হাঁকিয়েছেন চার-ছক্কাও। দিলীপ ঘোষকে দেখে তখন মাঠে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: ‘টাকা নেই বলেই টিকিট পেলাম না’, ভোটের মুখে বিস্ফোরক ইঙ্গিত বিদায়ী TMC সাংসদের

এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে BJP তাঁকে প্রার্থী করেছে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। বামেরা এই কেন্দ্রে প্রার্থী করেছে সুকৃতি ঘোষালকে (Sukriti Ghoshal)।

আরও পড়ুন- Rachana Banerjee: রচনা লড়ছেন তৃণমূলের টিকিটে, হঠাৎ দলবদল প্রাক্তন স্বামীর, কী বললেন অভিনেত্রী?

এদিন খেলা শেষ করে চিলড্রেনস পার্কে যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে গান শোনেন। পরে মাঠ অপরিষ্কার দেখে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে। এক কর্মীকে তিনি হুঁশিয়ারির সুরে বলেন, "কালকের মধ্যে মাঠ পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে।"

আরও পড়ুন- Nawsad Siddique: ডায়মন্ড হারবারেই দাঁড়াচ্ছেন? না অন্যত্র? চাবুক লড়াইয়ের হুঙ্কারে ‘গরম’ ইঙ্গিত নওশাদের!

cricket bjp dilip ghosh loksabha election 2024
Advertisment