/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Dilip-Ghosh.jpg)
Dilip Ghosh: ক্রিকেট খেলছেন দিলীপ ঘোষ।
Dilip Ghosh: এবার আর মেদিনীপুর (Medinipur) থেকে নয়, BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবার লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) লড়ছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। এবারের নির্বাচনেও জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বিজেপির এই দাপুটে নেতা। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। বর্ধমানের একটি মাঠে ঢুকে ক্রিকেট ব্যাট হাতে হাঁকালেন চার-ছক্কা। সঙ্গে সেই স্বভাবসিদ্ধ ঢঙেই মিলল দিলীপ-উবাচ!
কী বললেন দিলীপ ঘোষ?
"এখনও আমি সেভাবেই খেলি। যে মাঠে গেলে, সেই মাঠেই খেলি। যেমন পিচ পাই, সেখানে খেলেই জিতি। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। ওরা তলই পাবে না, কখন ইলেকশন পার হয়ে যাবে।"
শনিবার সকালে প্রাতঃভ্রমণ সেরে বর্ধমানের ব্লিজ মাঠে এসেছিলেন বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে ঢুকে ক্রিকেট খেলেছেন তিনি। হাঁকিয়েছেন চার-ছক্কাও। দিলীপ ঘোষকে দেখে তখন মাঠে কচিকাঁচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে BJP তাঁকে প্রার্থী করেছে। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। বামেরা এই কেন্দ্রে প্রার্থী করেছে সুকৃতি ঘোষালকে (Sukriti Ghoshal)।
আরও পড়ুন- Rachana Banerjee: রচনা লড়ছেন তৃণমূলের টিকিটে, হঠাৎ দলবদল প্রাক্তন স্বামীর, কী বললেন অভিনেত্রী?
এদিন খেলা শেষ করে চিলড্রেনস পার্কে যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে গান শোনেন। পরে মাঠ অপরিষ্কার দেখে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে। এক কর্মীকে তিনি হুঁশিয়ারির সুরে বলেন, "কালকের মধ্যে মাঠ পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে।"