Burdwan News: চেকে সই, কোটি টাকা উধাও! বর্ধমান পুর-কাণ্ডে মুম্বই পুলিশের তদন্তে চাঞ্চল্যকর মোড়

Burdwan Municipality scam: বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে কোটি টাকা গায়েব! চেকে সই নিয়ে বিপাকে চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তদন্তে নামল মহারাষ্ট্র পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা।

Burdwan Municipality scam: বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে কোটি টাকা গায়েব! চেকে সই নিয়ে বিপাকে চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তদন্তে নামল মহারাষ্ট্র পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Burdwan Municipality scam  ,Maharashtra police investigation,  cheque fraud case , Paresh Chandra Sarkar  ,financial crime branch Mumbai,  Burdwan corruption case , 1.45 crore scam,  gold shop payment fraud,  signature verification,  municipal fund misuse,বর্ধমান পুরসভার কেলেঙ্কারি,  মহারাষ্ট্র পুলিশ তদন্ত  ,চেক জালিয়াতি মামলা,  পরেশ চন্দ্র সরকার  ,আর্থিক অপরাধ দমন শাখা,  মুম্বই পুলিশ  ,কোটি টাকার প্রতারণা  ,স্বর্ণবিপণি পেমেন্ট,  পুরসভার অর্থ দুর্নীতি,  বর্ধমান পুর কাণ্ড

Burdwan Municipality scam: বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার।

cheque fraud case: বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে কোটি টাকার বেশি গায়েব হয়ে যাওয়া কাণ্ডে এবার পুরসভার চেয়ারম্যানকে তলব করল মহারাষ্ট্র পুলিশ। চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারকে বুধবার মহারাষ্ট্র পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার  সামনে হাজির হওয়ার কথা বলা হয়েছে। পুরসভার চিফ এগজিকিউটিভ অফিসারকে আগেই ডেকে পাঠানো হয়েছিল।

Advertisment

তিনি তদন্তকারী সংস্থার অফিসে হাজির হয়েছেন। তাঁর সইয়ের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে, চেকে সই আছে এমন আরও এক পুরসভার আধিকারিককে তদন্তের প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনা নিয়ে পুরসভার কাউন্সিলর ও কর্মী মহলে চাঞ্চল্য ছড়িয়েছ। 

বিষয়টি নিয়ে চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন,চেকে সই থাকার জন্য তা মিলিয়ে দেখতে তদন্তকারী সংস্থা আমাকে ডেকে পাঠিয়েছে। তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে। পুরসভার দু’টি চেক ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হিঙ্গনঘাট শাখা থেকে ১ কোটি ৪৫ লক্ষ ৭৩ হাজার টাকা তোলা হয়। চেক দু’টি একটি স্বর্ণবিপণির নামে কাটা।

Advertisment

আরও পড়ুন- SIR West Bengal News Live Updates: SIR আবহে মেগা মঙ্গলবার! মমতা-অভিষেকদের নেতৃত্বে মহামিছিল তৃণমূলের, BJP-র 'পরিবর্তন যাত্রা'য় শুভেন্দু

চেকের একটিতে ৯৭ লক্ষ ৫২ হাজার টাকা স্বর্ণ বিপণিটিকে পেমেন্ট করা হয়।  চেকে চেয়ারম্যান ও পুরসভার এগজিকিউটিভ অফিসারের সইয়ের মতো রয়েছে। অপর একটি চেকে একই স্বর্ণবিপণিকে ৪৮ লক্ষ ২১ হাজার টাকা পেমেন্ট করা হয়। সেই চেকেও ফিনান্স অফিসার ও এগজিকিউটিভ অফিসারের মতো সই রয়েছে। দু’টি চেক ব্যবহার করে কিভাবে স্বর্ণবিপণি কে পেমেন্ট করা হল তা নিয়ে নানা মহলে চর্চা চলছে।

বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে কোটির বেশি টাকা গায়েব হয়ে যাওয়া কাণ্ডে এর আগে আর্থিক অপরাধ দমন শাখা পুরসভার এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে। তদন্তের প্রয়োজনে তাকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন- SIR 2025: রাজ্যজুড়ে শুরু SIR, ভোটারদের দুয়ারে BLO-রা, কীভাবে পূরণ করবেন এনুমারেশন ফর্ম?

ব্যাঙ্ক থেকে পুরসভার কাছে চেক ব্যবহার করে টাকা তোলার বিষয়ে জানতে চাওয়া হয়। দু’টি চেকই তাদের হেফাজতে রয়েছে বলে ব্যাঙ্কে জানায় পুরসভা। পুর কর্তৃপক্ষ ব্যাঙ্কের কাছে টাকা ফেরত চেয়ে চিঠি দেয়। ব্যাঙ্ক তা ফিরিয়েও দেয়।

তবে টাকা ফিরিয়ে দিলেও  ব্যাঙ্কের তরফে দু’টি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মহারাষ্ট্র থেকে চারজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুরসভার ওই অস্থায়ী কর্মীকে ডেকে পাঠায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন-SIR 2025 শুরু পশ্চিমবঙ্গে! ভোটার তালিকায় কি আপনার নাম আছে? জানুন এক ক্লিকে

টাকা তোলার বিষয়ে তার মোবাইলে মেসেজ আসে বলে দাবি করে তদন্তকারী সংস্থা। যদিও মোবাইলটি হ্যাক করা হয়েছে বলে ধৃতের আইনজীবীদের দাবি। গ্রেপ্তার এড়াতে আগাম জামিনের আবেদন করে অভিযুক্ত। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় মহারাষ্ট্রের আদালত।

crime branch Mumbai cheque fraud case Burdwan Municipality scam west bengal latest news Purba Bardhaman