/indian-express-bangla/media/media_files/2025/06/21/burdwan-road-accident-2025-06-21-16-20-04.jpg)
বাংলায় ফের ভয়াবহ দুর্ঘটনা
Burdwan Road Accident: বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রক্তাক্ত দেহ, মৃত্যুমিছিল, বুক ফাটা কান্না, আর্তনাদ! জখম আরও ৪
জাতীয় সড়কে ভয়ংকর দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সর। মৃত্যু হল অ্যাম্বুলেন্সে সওয়ার তিন আরোহীর। জখম হয়েছেন আরও চার। শনিবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্ডা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে ঘাতক অ্যাম্বুলেন্সটিকে। পুলিশের প্রাথমিক অনুমান,অ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়াতেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি।
দিল্লির AIIMS-এ ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন কেমন আছেন সাংসদ? এল বড় খবর!
পুলিশ সূত্রে বর, মৃতরা হলেন গৌতম দাস(৫৫),বিশ্বজিৎ চৌধুরী (৫২) বিধান রুইদাস (৩৫)। গৌতমের বাড়ি উত্তর ২৪পরগণার যশোর রোডে। বিশ্বজিৎ দুর্গাপুরের বাসিন্দা । তিনি অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান। অপর মৃত অ্যাম্বুলেন্স চালক বিধান রুইদাসের বাড়ি বীরভূমে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক রোগীকে কলকাতার দমদমে পৌঁছে অ্যাম্বুলেন্সটি দুর্গাপুর ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু, চূড়ান্ত চাঞ্চল্যে হুলস্থূল, হাসপাতালে হাউহাউ করে কান্না
বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল জানান, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ জামালপুরের মুসুণ্ডা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। জখম ৪ জনকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।