'বিজেপি অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা দেখবেন, নিজেদের নাম ভোটার তালিকায় আছে কি না।' সপ্তাখানেক আগেই কৃষ্ণনগরের সভায় এমনই আশঙ্কার কথা শুনিয়ে দলের নেতাদের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই ভোটর লিস্ট নিয়ে তৃণমূল বিধায়কের নির্দেশে প্রবল হইচই শুরু হয়েছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিধান, 'ভোটার লিস্টে নামটা তাদেরই তুলবেন যারা আমাদের পরিবারের।' প্রাপ্ত বয়স্ক যাঁরা নতুন, তাঁদের ক্ষেত্রেও সতর্ক হওয়ার জন্য কর্মীদের বলেছেন খোকন।
কী বলেছেন বিধায়ক খোকন দাস?
ভোটার লিস্টের খসড়া ইতিমধ্যেই প্রকাশিত। চলছে মেলানোর কাজ। বুথস্তরে এজেন্টদের কাছে এই মেলানোর কাজের বিভিন্ন প্রক্রিয়া বোঝানোরও শিবির চলছে শাসক দলের পক্ষে। সেইরকমই এর শিবিরে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক। সেখানেই তিনি বলেন, 'ভোটার লিস্টে নামটা তাদেরই তুলবেন যারা আমাদের পরিবার, যারা আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন রয়েছে তাদেরই লিস্টে নাম তুলুন। এছাড়়া যারা নতুন, যারা বাদ গেছে তাদেরও তুলুন। বিয়ের পর এসেছেন যারা তাদের তুলুন। আর আমাদের যাদের নাম বাদ গেছে তাদের তুলুন।'
এরপরই বিধায়ক খোকন দাসের সতর্কবাণী যে, 'রোজই নতুন লোক আসছে। বুঝছেনই তো কারা নতুন, নতুনরা সবাই বাংলাদেশের লোক। এদের নাম বেশি লিস্টে তুলতে গেলে বিপদ। কারণ এদের বেশিরভাগই তো হিন্দু হিন্দু করে বিজেপিকে ভোট দিয়ে দেয়। এটায় অস্বীকারের কিছু নেই। তাই আমাদের লোকেদেরই নাম শুধু লিস্টে তুলবেন। এখন তো আবার সবাই আমাদের সঙ্গে ভিড়ে গেছেন। একটু খারাপ হলেই দেখবেন ১৯, ২১ সালের মতো হাল না হয়।'
পঞ্চায়েত ভোট কীভাবে হবে? বিরোধীদের প্রত্যক্ষে বা পরোক্ষে বারে বারেই হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূলের বিধায়ক, মন্ত্রীরা। সম্প্রতি মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী বলেছেন ‘প্রত্যেকবার যেমন পঞ্চায়েত দখল করেছি, এবারও তাই করব।’
এরপরই মঙ্গলবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আসন্ন পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কোথাও কোনও অভিযোগ উঠলেই খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন। কিন্তু তাতেও হুঁশিযারি থামছে না। একটি ভাইরাল ভিডিওতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে বলতে শোনা যাচ্ছে, 'তৃণমূল না চাইলে বিজেপি দিনহাটায় প্রার্থী দিতে পারবে না। পঞ্চায়েতে বিজেপি প্রার্থী দিলে আমাদের নেতাদের শাস্তি হবে। আমরা কাউকে বাধা দেব না। কিন্তু এমনভাবে সংগঠন তৈরি করব যাতে বিজেপি প্রার্থী খুঁজে না পায়।'
পঞ্চায়েতের আগে ভোটার লিস্ট হোক বা প্রার্থী দেওয়া, বিরোধীদের উপর যে শাসক শিবির চাপ বাড়তে নানা প্রক্রিয়ায় লিপ্ত, তা স্পষ্ট হচ্ছে।