Advertisment

Thunderstorm: কালবৈশাখী ঝড়ে সেতু থেকে গাড়ি উড়ে পড়ল দামোদরে, গুরুতর আহত ২ তৃণমূল নেতা

TMC Leaders car overturned: ভোটের উত্তাপের মাঝেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে কালবৈশাখী। সেই কালবৈশাখী ঝড়ের দাপটে তৃণমূল নেতার গাড়ি সেতু থেকে উড়ে গিয়ে আছড়ে পড়ল একেবারে দামোদর নদে। রবিবার সকালের এই ঘটনায় জখম হন পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোৎশ্রীরাম অঞ্চল তৃণমূলের সভাপতি তপন কুমার দে এবং তাঁর সহকর্মী অভিজিৎ পোড়েল।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Burdwan Thunderstorm

কালবৈশাখী ঝড়ের দাপটে তৃণমূল নেতার গাড়ি সেতু থেকে উড়ে গিয়ে আছড়ে পড়ল একেবারে দামোদর নদে।

TMC Leaders car overturned: ভোটের উত্তাপের মাঝেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে কালবৈশাখী। সেই কালবৈশাখী ঝড়ের

দাপটে তৃণমূল নেতার গাড়ি সেতু থেকে উড়ে গিয়ে আছড়ে পড়ল একেবারে দামোদর নদে। রবিবার সকালের এই ঘটনায় জখম হন পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোৎশ্রীরাম অঞ্চল তৃণমূলের সভাপতি তপন কুমার দে এবং তাঁর সহকর্মী অভিজিৎ পোড়েল।

Advertisment

চিকিৎসার জন্যে তপনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর গুরুতর জখম অভিজিৎ বর্ধমানের একটি বেসরকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তাঁর একটি হাত ভেঙে গেছে। কোমরে ও পায়েও মারাত্মক চোট লেগেছে। একই দিনে ঝড়ের দাপটের মধ্যেই বজ্রপাতে জেলার মেমারির পাল্লা ২ নম্বর ক্যাপ এলাকার বাসিন্দা ভিম কর (৫১) প্রাণ হারিয়েছেন। তা নিয়ে শোকস্তব্ধ এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জ্যোৎশ্রীরাম অঞ্চল তৃণমূলের সভাপতি তপন দে-র বাড়ি এলাকার মুইদিপুর গ্রামে। একই গ্রামে বাড়ি অভিজিৎ পোড়েলের। জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ব্লক তৃণমূলের কার্যকরি সভাপতি ভূতনাথ মালিক জানান, “ভোট সংক্রান্ত দলীয় কাজে যোগ দেওয়ার জন্য এদিন সকালে তপন ও অভিজিৎ বাড়ি থেকে বের হন। চারচাকা গাড়িতে চড়ে তাঁরা জামালপুরের দিকে আসছিলেন। তপন দে গাড়িটি চালাচ্ছিলেন। পথে অমরপুরে দামোদরের উপরে থাকা কাঠের সেতু যখন তাঁরা পার হচ্ছিলেন তখন প্রবল ঝড় ওঠে।"

দমকা ঝড়ের দাপটে তৃণমূল নেতার চারচাকা গাড়িটি ওই সেতু থেকে কার্যত উড়ে গিয়ে দামোদরে আছড়ে পড়ে উল্টে যায়। এই ঘটনার গাড়িতে থাকা দুই আরোহীই জখম হন। এলাকার মানুষজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন। ঝড়ের দাপটে এলাকার কয়েকটি বাড়ির চালা উড়ে গিয়েছে বলে ভূতনাথ মালিক জানিয়েছেন।

আরও পড়ুন Digha: ভাবতেই পারবেন না! পর্যটকদের স্বার্থে অকল্পনীয় উদ্যোগ দিঘায়! যুগান্তকারী তৎপরতায় প্রশংসার স্রোত!

ব্লকের অপর নেতা তাবারক আলি মণ্ডল জানিয়েছেন, তপন ও অভিজিৎকে প্রথমে জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তপন দে-কে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিকেলে বর্ধমান হাসপাতাল থেকে ছুটি পান তৃণমূল নেতা তপন। তবে গুরুতর জখম হওয়ায় অভিজিৎ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বীভৎসতা বর্ণনা করতে গিয়ে তপন দে বলেন, “এক মুহূর্তের দমকা ঝড়ে যে এমন ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হবে তা কল্পনাও করতে পারিনি। বরাত জোরে প্রাণে রক্ষা পেয়ে গিয়েছি। কয়েকদিন আগে উত্তরবঙ্গে হওয়া ৩-৪ মিনিটের টর্নেডোর দাপট টেলিভশনে দেখেছি। আজ আমি ও আমার সহকর্মী এদিন যেন সেই রকমই ভয়াবহ ঝড়ের দাপটের মুখে পড়লাম“। জেলাশাসক কে রাধিকা আয়ার বলেন, “ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও সম্পূর্ণ রিপোর্ট এসে পৌঁছায়নি। ব্লক প্রশাসন গোটা বিষয়টি দেখছে।"

burdwan Thunderstorm tmc
Advertisment