ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সামনে নিজেকে তুলে ধরার। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পূজা কোলের। এনএসএস ভলান্টিয়ার হিসাবে পূজা এবার প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে প্যারেডে অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবেন। যে প্যারেড ক্যাম্পের থিম 'নারী শক্তি-রানি লক্ষ্মীবাই'। কন্যাশ্রী কন্যার এই সাফল্যে খুশি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পূজা কোলের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুরে। ব্যবসায়ী পরিবারের মেয়ে পূজা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের থার্ড সেমিস্টারের ছাত্রী। যোগব্যায়ামেও পূজা ছোট থেকেই পারদর্শী। দিদি মৌসুমীর সঙ্গে তিনি দেশ বিদেশের বিভিন্ন যোগ শিবিরেও ঘুরে এসেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। পূজার কথায়, "ছোট থেকেই স্বপ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সামনে শরীর শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু একটা করে দেখানোর। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজে আমি অংশ নেব। তার বাছাই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেছি।"
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সারা দেশের বাছাই করা এনএসএস (ন্যাশনাল সার্ভিস স্কিম) ভলান্টিয়ারদের নিয়ে প্রতি বছর ১ জানুযারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্প হয়। যাঁরা এই ক্যাম্পে ডাক পান তাঁরাই প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর সুযোগ পান। এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮ জন পড়ুয়া তথা এনএসএস ভলান্টিয়ার এই ক্যাম্পে ডাক পেয়েছেন।
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ডাক পেয়েছেন। গত ১৫ ডিসেম্বর কেন্দ্রের যুব ও ক্রীড়া মন্ত্রক রাজ্যের ওই আটটি বিশ্ববিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিটেরদের চিঠি দিয়ে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পূজা কোলে সেই আট জনেরই একজন।
নিজস্ব চিত্র।
আরও পড়ুন- ‘বাংলার চেয়ে বেশি নিরাপদ কাশ্মীর’, উপরাজ্যপালের মন্তব্যে তেলেবেগুনে জ্বলে পাল্টা তৃণমূলের
এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পের থিম 'নারী শক্তি-রানি লক্ষ্মীবাই'। তাতে রাজ্যস্তরে প্রাথমিক বাছাই পর্ব শেষ জোনাল ও কেন্দ্রীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পূজা চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছে বলে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথায় জানা গিয়েছে।
আরও পড়ুন- বড়দিনের আগে বেশ ফিকে শীতের আমেজ, ঠান্ডার তুমুল ইউ-টার্ন কবে?
পূজার এই কৃতিত্ব প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য আশিস পাণিগ্রাহী বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পের মতো এতবড় একটা ইভেন্টে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে, এটা আমাদের কাছে গর্বের। একইভাবে রাজ্যেরও গর্ব।" আর পূজা বলেন, “রাজধানীর রাজপথে দেশের প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাব, এটা ভেবে খুব ভালো লাগছে।"