Advertisment

বোধনের আগেই বিসর্জন, আগুনে ভস্মীভূত দুর্গা প্রতিমা-মণ্ডপ

এবার পুজো হবে হবে কীভাবে? দিশাহার উদ্যোক্তরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Burnt Durga idol pandal in Malda English Bazaar , পঞ্চমীর সন্ধ্যায় ভয়াবহ আগুনে ভস্মীভূত দুর্গা প্রতিমা ও মণ্ডপ

মণ্ডপের আগুন নেভাতে ব্যস্ত দমকম কর্মীরা।

পঞ্চমীর সন্ধ্যায় ভয়াবহ আগুনে ভস্মীভূত দুর্গা পুজোর মণ্ডপ । ঘটনাটি মালদার ইংরেজবাজার শহরের রবীন্দ্রভবন মোর এলাকার। খবর পেয়েই ঘটনা স্থলে যায় দমকলের ইঞ্জিন। ওই পুজো মণ্ডপটি 'আমরা সবাই' বলে একটি ক্লাবের বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কথা শুনেই মণ্ডপের কাছে চলে গিয়েছিলেন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান।

Advertisment

জানা গিয়েছে, 'আমরা সবাই' ক্লাবের পুজো মণ্ডপের এবারের থিম 'ভক্তে শক্তি'। এ বছরে তাদের পূজো মণ্ডপ তুলো দিয়ে সাজানো হয়েছিল।পঞ্চমীর সন্ধ্যায় দর্শনার্থীরা পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন। হঠাৎ পুজো মণ্ডপে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়। যেহেতু মণ্ডপের বাইরে থেকে মূর্তি দেখার ব্যবস্থা ছিল সেক্ষেত্রে দর্শনার্থীদের কোনও ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও ইংরেজবাজার থানার পুলিশ। পুজো কমিটির সদস্য অমিত মণ্ডল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন হয়েছিল। তারপরই হঠাৎ মণ্ডপে আগুন ধরে যায়। প্যান্ডল ও দুর্গা মূর্তি পুড়ে গিয়েছে। ঘটনায় দমকলকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন ধরল তা জানা যায়নি। এখন কীভাবে পুজো হবে তাও ভেবে পাচ্ছেন না উদ্যোক্তারা। স্থানীয়রা প্রশাসনের সহযোগিতা প্রার্থী। শুরু হয়েছে আলোচনা।

ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল বলেছেন, 'ঘটনাটি দুঃখজনক। আমরা সবাই ক্লাবের সঙ্গে আলোচনা করে যাতে পুজো করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।'

Malda Maldah Durga Puja Durgapuja durgapuja 2023
Advertisment