Advertisment

২৬০০ টাকার বিনিময়ে হাতে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড, শ্রীঘরে ব্যবসায়ী

এবার জালে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড তৈরির প্রতরণাচক্রের চাঁই।

author-image
IE Bangla Web Desk
New Update
Businessman of andal arrested for making fake swasthya sathi card

ধৃত ব্যবসায়ী দিলীপ বার্নওয়াল। ছবি: অনির্বাণ কর্মকার

এবার জালে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড তৈরির প্রতরণাচক্রের এক চাঁই। অন্ডাল থানার উখরা থেকে ধৃত ব্যবসায়ী দিলীপ বার্নওয়াল। অভিযোগ, ২৬০০ টাকার বিনিময়ে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেন মোবাইল দোকানের মালিক দিলীপ। কিন্তু, পরে জানা যায় সেটি ভুয়ো। এরপরই পুলিশে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যবসায়ীকে।

Advertisment

চিকিৎসা পরিষেবা সবার কাছে পৌঁছে দিতে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে রাজ্য সরকার। এতে চিকিৎসা বাবদ ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন উপভোক্তারা। সম্পূর্ণ বিনামূল্যে দুয়ারে সরকার শিবির থেকে এই কার্ড দেওয়া হচ্ছে।

কিন্তু, স্বাস্থসাথী কার্ড তৈরিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু অসাধু চক্র। যার প্রমাণ মিলেছে অন্ডালেল উখরায়। অভিযোগ, পেশায় মোবাইল দোকানের মালিক দিলীপ বার্নওয়াল ২৬০০ টাকার বিনিময়ে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করিয়ে ঠকেন রীতা বার্নওয়াল।

কার্ডটি দেখে সন্দেহ হওয়ায় রীতা বিষয়টি স্থানীয় বিডিওকে জানান। তারপরই জানা যায় যে ওই কার্ডটি ভুয়ো। অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, 'ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তের বিরুদ্ধে আন্ডাল থানায় অভিযোগ করি। তার ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উখরা থেকে পুলিশ অসাধু ব্যবসায়ী দিলীপ বার্নওয়ালকে গ্রেফতার করে।' বুধবার ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে।

অন্ডাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রতিমা মুখোপাধ্যা বলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুবিধার্থে এই প্রকল্পটি চালু করেছেন। ব্যক্তি স্বার্থে কিছু অসাধু ব্যক্তি ভুয়ো কার্ড বানিয়ে মানুষকে প্রতারিত করছেন। আমরা চাই যে বা যারা এর সঙ্গে যুক্ত পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Swasthya Sathi Health Insurance West Burdwan
Advertisment