Advertisment

শক্তিগড়-কেতুগ্রামের পর ফের বর্ধমানে শ্যুটআউট! গুলিবিদ্ধ ব্যবসায়ী, জোরদার তল্লাশিতে পাকড়াও অভিযুক্ত

বারে বারে এই জেলাতেই কেন শ্যুটআউট হচ্ছে? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Businessman shot in Khandaghosh , খণ্ডঘোষে গুলিবিদ্ধ ব্যবসায়ী

জখম ব্যবসায়ী অভিজিৎ রায় ওরফে দুষ্টু।

ফের শুটআউটের ঘটনা, আবারও পূর্ব বর্ধমান। শক্তিগড় ও কেতুগ্রামের শুটআউট কাণ্ডের রেশ কাটতে না কাটতে বুধবার সাত সকালে শুটআউটের ঘটনা ঘটলো জেলার খণ্ডঘোষ থানার আড়িন গ্রামে। বাড়িতে চড়াও হয়ে গুলি চালিয়ে ব্যবসায়ীকে জখম করে পালালো এক দুস্কৃতি। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম অভিজিৎ রায় ওরফে দুষ্টু। রক্তাত অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুস্কৃতিদের সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে ।

Advertisment

পুলিশ ও পরিবার সূত্রো জানা গিয়েছে,অভিজিৎ রায় ফাইনান্সের মাধ্যমে পুরোনো গাড়ি কেনাবেচা করেন। সেই কারবারে টাকা লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা। গুলিবিদ্ধ যুবক অভিজিৎ এর ঠাকুমা সন্ধ্যাদেবী বলেন, 'টাকা আদায়ের জন্য এদিন সাত সকালে এক যুবক আমাদের বাড়িতে আসে। নাতি অভিজিৎকে ডাকাডাকি করে। অভিজিৎ ঘর থেকে বেরিয়ে ওই যুবকের কাছে যায়। ওই যুবক অভিজিৎতের কাছে দশ হাজার টাকা দাবি করে। তা নিয়ে দু'জনে মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকে। তারই মধ্যে হঠাৎই আগ্নেআস্ত্র বের করে ওই যুবক খুব কাছ থেকে অভিজিৎতে বুক লক্ষ করে গুলি করে বাইকে চেপে পালিয়ে যায়। পালানোর সময়ও ওই যুবক শূন্যে গুলি চালায় বলে সন্ধ্যাদেবী সহ পরিবারের অপর সদস্যরা জানিয়েছেন।'

এদিকে সাত সকালে গুলির শব্দ শুনে পড়শীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা অভিজিৎতের বাড়িতে ছুটে যায়। খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিবেশী ও পুলিশ গুলিবিদ্ধ অভিজিৎকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুলিবিদ্ধ যুককের বাড়িতে আগে সিসি ক্যামেরা লাগানো থাকলেও সপ্তাহ দু'য়েক আগে সেই দু'টি ক্যামেরা খুলে নিয়ে গিয়ে নিজের দোকানে লাগিয়েছেন অভিজিৎবাবু।

বর্ধমান হাসপাতালের বেডে বসে অভিজিৎ রায় বলেন, 'গুলি চালিয়েছে বিকু শেখ। গাড়ি ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বিকুর সঙ্গে ঝামেলা হয়েছিল। সোমবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিকু আমার সঙ্গে ঝামেলা অশান্তি করে। ওই দিন তাঁরা আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয়। এদিন ভোরে বিকু শেখ আমাদের বাড়িতে এসে আমার কাছে ১০ হাজার টাকা দাবি করো। আমি বিকুকে বলি তুমি এখন বাড়ি চলে যাও, বেলা ১০টার মধ্যে ফোন-পে-র মাধ্যমে টাকা পাঠিয়ে দেব ।' অভিজিতের কথায়, 'এই কথা বিকুকে বলে তিনি বাড়ির বাথরুমের দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎতই তাঁকে লক্ষ করে গুলি চালিয়ে বিকু ঝাড়খণ্ড নম্বরের একটি বাইকে চড়ে পালিয়ে যায়।'

এসডিপিও (বর্ধমান দক্ষিণ) সুপ্রভাত চক্রবর্তী জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ তল্লাশি চলছে। খুব শীঘ্র ঘটনার কিনারা গয়ে যেতে পারে।

publive-image
অভিযুক্ত বিকু শেখ।

সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, খণ্ডঘোষের ব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত বিকু শেখ ঘটনার পর জামালপুর থানা এলাকায় পালিয়ে যায়। হুগলী ও জামালপুরের থানার সীমানায় একটি ডেরায় গা ঢাকা দিয়েছে সে, গোপনসূত্রে ওই খবর পেয়েই পুলিশ ওই ডেরায় হানা দিয়ে বিকু শেখকে পাকড়াও করে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বাইক উদ্ধার করেছে পুলিশ।

East Burdwan burdwan
Advertisment