পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। জেলায়-জেলায় চলছে মনোনয়নপত্র জমার কাজ। ভোট যত এগোচ্ছে মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির বহরও ততই বাড়ছে। এই আবহেই এবার কলকাতা হাইেকার্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সূত্রের খবর, মিথ্যা মামলায় তাঁকে জড়িয়ে দিতে পারে রাজ্য পুলিশ, এই আশঙ্কা থেকেই আইনি রক্ষাকবচ চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দুর ভাই।
জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফে বেশ কিছু এলাকায় দলীয় কাজকর্ম সামলাতে হচ্ছে সৌমেন্দু অধিকারীকে। তাঁর আশঙ্কা, পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে তাঁর কাজ করা আটকাতে অন্য কোনও মামলায় তাঁকে ফাঁসানো হতে পারে।
রাজ্য প্রশাসন তাঁকে নয়া মামলায় ফাঁসিয়ে দিতে পারে বলে আশঙ্কা সৌমেন্দুর। তাই আগেভাগে আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইেকার্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সৌমেন্দু অধিকারীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এই মামলার শুনানি আগামী সপ্তাহে হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ভাঙড়ে ধুন্ধুমার, পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুরকির মত বোমাবাজি, কমিশনের কড়া বার্তা
উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে শুভেন্দু অধিকারীর মতোই তাঁর ভাইয়ের বিরু্দ্ধেও মামলার পর মামলা দায়ের হযেছে। একাধিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। শ্মশান দুর্নীতি থেকে শুরু করে একাধিক অনিয়মের অভিযোগ তুলে তাঁকে দায়ী করে মামলা হয়েছে।
সেই মামলার প্রেক্ষিতে কাঁথি থানায় ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তাই পঞ্চায়েত ভোটে দলের কাজে তাঁর অংশ নেওয়া আটকাতে নতুন করে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে বলে আশঙ্কা করেই এবার আদালতের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী।