Advertisment

নজিরবিহীন! রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ ইস্যুতে চরম পদক্ষেপ রাজ্যপালের

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ইস্যুতে বেনজির পদক্ষেপ রাজ্যপালের।

author-image
IE Bangla Web Desk
New Update
c v ananda bose return appoinment letter of rajib sinha

নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল।

বেনজির! রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার গ্রহণই করলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে বেলাগাম সন্ত্রাস, রাজ্যপাল তলব করলেও আলোচনার জন্য না আসার জেরেই এই পদক্ষেপ? বিষয়টি স্পষ্ট হয়নি। তবে ইঙ্গিতটা সেদিকেই। রাজীবা সিনহার জয়েনিং লেটার ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল। তবে কি আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার?

Advertisment

বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে কার্যত তুলোধনা করেছে কলকাতা হাইকোর্ট। এমনকী প্রধান বিচারপতি টি এস শিবগাণমের পর্যবেক্ষণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্দেশ পালন করতে না চাইলে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার। হাইকোর্টের এই পর্যবেক্ষণের পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল গভীর রাতে রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফেরত পাঠিয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- দেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন নির্দেশ, এবার পঞ্চায়েতেও সিবিআই তদন্ত

উল্লেখ্য, রাজ্যে মনোনয়ন জমা ঘিরে অশান্তি শুরুর পরপরপই রাজীবা সিনহাকে রাজভবনে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজ্যপালের সেই ডাকে রাজভবনে যাননি রাজীবা সিনহা। সূত্রের ইঙ্গিত, মনোনয়নপত্র জমা ঘিরে রাজ্যে একের পর এক খুন, বেলাগাম সন্ত্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। এমনকী রাজভবনে 'পিস রুম' চালু করেছেন তিনি। নির্বাচন সংক্রান্ত যাবতীয় অভিযোগ করা যাচ্ছে সেই পিস রুমে।

এব্যাপারে আলোচনার জন্যই তিনি ডেকে পঠিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। তবে রাজীবা সিনহা রাজ্যপালের ডাকে সাড়া না দেওয়াতেই রাজ্যপাল তাঁর জয়েনিং লেটারই গ্রহণ করেননি বলে সূত্রের দাবি। তবে এব্যাপারে এখনও পর্যন্ত সরকারি কোনও ঘোষণা হয়নি।

West Bengal cv ananda bose bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment