ইডেনে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকতে সিএবি-র তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রবিবার ইডেনে এই চিত্তাকর্ষক ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট একাধিক ব্যক্তিত্ত্বকে।
ইডেন গার্ডেন্সে আজ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। চনমনে মেজাজে আজ প্রোটিয়াদের সামনে নামবে রোহিত-বাহিনী। ইডেনে এই টানটান ম্যাচ দেখার হিড়িক তুঙ্গে। টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছে। এমনকী টিকিট পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। রবিবারের ম্যাচে টিকিটের কালোবাজারি রুখতে কোমর বেঁধে মাঠে নেমেছে কলকাতা পুলিশও।
এদিকে, ইডেন গার্ডেন্সে রবিবাসরীয় এই মহারণ আরও বেশি চিত্তাকর্ষক করে তুলতে চেষ্টায় খামতি রাখছে না সিএবি। ইডেনে নজরকাড়া এই আয়োজনের সাক্ষী থাকার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন- কালীপুজো মিটলেই জাঁকিয়ে ঠান্ডা? শীত নিয়ে সাড়াজাগানো আপডেট!
পায়ের চোটের কারণে বিশেষ একটা বাড়ির বাইরে বেরোতে দেখা যায় না মুখ্যমন্ত্রীকে। টানা দেড় মাস বাড়িতে থাকার পর দিন কয়েক হল তিনি নবান্নে যাতায়াত শুরু করেছেন। সেই কারণে আজ ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে মুখ্যমন্ত্রী যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।