Advertisment

SSC গ্রুপ-ডি নিয়োগে 'দুর্নীতি', তদন্তে আরও সময় চাইল আদালত নিযুক্ত কমিটি

এসএসসি গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে যাবতীয় তথ্যের অনুসন্ধানের জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছিল আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
within 3 months wb govt have to pa DA to the employyes, ordered by calcutta highcourt

কলকাতা হাইকোর্ট।

এসএসসি গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুনীতির অভিযোগের অনুসন্ধানের জন্য আরও সময় চাইল আদালত নিযুক্ত কমিটি।এর আগে গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে যাবতীয় তথ্যের অনুসন্ধানের জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ ৭ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে অনুসন্ধানকারী ওই দলকে দুর্নীতির অভিযোগের ব্যাপারে অনুসন্ধান রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল।

Advertisment

উল্লেখ্য, এসএসসি-র গ্রুপ-ডিতে কর্মী নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। কলকাতা হাইেকার্টে মামলা দায়ের হয়। গত বছরের নভেম্বর মাসে দুর্নীতির অভিযোগের তদন্তে CBI-কে দিয়ে অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানায় রাজ্য সরকার।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই শুনানিতে সিঙ্গল বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। তবে এই মামলায় এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে সমস্ত নথি জমার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- রাজ্যজুড়ে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’, খোলা জায়গায় লেখাপড়া কচিকাঁচাদের

একটি অনুসন্ধানকারী দল গঠন করে ডিভিশন বেঞ্চ। সেই দলকেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি কর্মী নিয়োগে 'দুর্নীতি'র ব্যাপারে যাবতীয় অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল। ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছিল উচ্চ আদালত। এদিন সেই রিপোর্ট জমা দিতে আরও কিছু সময় চেয়ে নিল আদালত নিযুক্ত কমিটি।

West Bengal Calcutta HC SSC recruitment Group-D
Advertisment