কলকাতা হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। কয়লা পাচার মামলায় সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ মঞ্জুর করেছে আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না রাজ্যের গোয়েন্দা সংস্থা।
কেন জিতেন্দ্রকে রক্ষাকবচ দিচ্ছে আদালত? মান্থা সাফ বলেছেন যে, 'কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই। তাহলে কেন সিআইডিকে ওই একই মামলার তদন্ত করতে হচ্ছে? সমান্তরাল তদন্ত চলতে পারে না। সিআইডি তদন্ত প্রি-ম্যাচিও। ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে সিবিআই দুটি চার্জশিট আদালতে জমা দিয়েছে, যেখানে অনেক ব্যক্তির নাম রয়েছে। কয়লা পাচার কাণ্ডে সিবিআইকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ বহাল রাখা হয়েছে।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১০ সেপ্টেম্বর নোটিস দিয়েছিল সিআইডি। সাক্ষী হিসাবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছিল। এরপরই রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। যদিও এজলাসে সরকার পক্ষের আইনজীবী এদিন জানিয়েছেন যে, জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করার জন্য আদৌ ডাকা হয়নি। বরং তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছিল। তদন্তে সহযোগিতা করলে গ্রেফতারির কোনও প্রয়োজনই নেই। কিন্তু সওয়াল-জবাবে পর সিআইডি তলবের উপর স্থগিতাদেশ মঞ্জুর করেন বিচারপতি রাজাশেখর মান্থা।