লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশিতে নয়া মোড়। এবার একটি কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল তলব হাইকোর্টের। সেই ১৬টি ফাইলে থাকা বিষয়বস্তু দেখতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে, ইডি দাবি করেছে লিপস অ্যান্ড বাউন্ডসের এই অফিসে তল্লাশি চলাকালীন এক অফিসার তাঁর নিজের কাজের জন্য ওই ১৬টি ফাইল একটি কম্পিউটারে ডাউনলোড করেছিলেন।
উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে একটানা তল্লাশি চালিয়েছিল ইডি। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের আইনজীবী এব্যাপারে কলকাতা হাইকোর্টের দাবি করেছেন তল্লাশি চালাকালীন একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের ধরন নিয়েই উচ্চ আদালতে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী। কার অনুমতিতে ইডি ওই কম্পিউটার ব্যবহার করেছিল সেই প্রশ্নও তোলেন তিনি।
আরও পড়ুন- শেষবেলায় খেল দেখাতে কোমর বাঁধছে বর্ষা? দক্ষিণবঙ্গের জন্য বিরাট সুখবর!
ইডির তরফে এব্যাপারে হাইকোর্টে তাঁদেরই এক তদন্তকারী অফিসারের প্রসঙ্গে জানানো হয়। ইডির তরফে জানানো হয়, তদন্তকারী ওই অফিসার তাঁর ব্যক্তিগত কাজের জন্যই ওই ফাইলগুলি ডাউনলোড করেছিলেন। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই বলেই দাবি ইডির। তবে বিচারপতি অবশ্য ওই ফাইলগুলিতে ঠিক কী রয়েছে তা নিজে দেখতে চেয়েছেন। আজই হাইকোর্টের বিচারপতির সামনে সেই ফাইলগুলি খুলে দেখানোর কথা রয়েছে।
আরও পড়ুন- রাজ্যে তীব্র বিদ্যুৎ সংকট! সমস্যা না মিটলে এবার কোন চরম পথ ধরবেন শুভেন্দু?