Advertisment

SSC Recruitment Verdict: SSC মামলার ঐতিহাসিক রায়দান হাইকোর্টের, ভোটের আবহে চূড়ান্ত ধাক্কা রাজ্যের!

SSC: এসএসসি মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court announced the verdict of SSC case

SSC মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

West Bengal SSC Recruitment Verdict: প্রায় সাড়ে ৩ মাসের শুনানি শেষে আজই SSC মামলার রায় ঘোষণা হল। ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। 'মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ হওয়া উচিত নয়'। আজ মামলার রায় জানাতে গিয়ে এমনই বলেছে আদালত।

Advertisment

আরও পড়ুন- Abhijit Ganguly: এসএসসি নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই ভয়ঙ্কর দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! ছুঁড়লেন বড় চ্যালেঞ্জ

SSC মামলায় ঐতিহাসিক রায়দান কলকাতা হাইকোর্টের। ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াটিই বাতিল করে দিল উচ্চ আদালত। SSC-র সমস্ত নিয়োগ বাতিল করল হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরিপ্রাপকদের আগামী ৪ সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদ সমেত বেতন ফেরতের নির্দেশ আদালতের। এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

এরই পাশাপাশি ফের নতুন করে গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। SSC গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দ্বাদশ পর্যন্ত ২০১৬ সালে হওয়া সব নিয়োগ অবৈধ বলে স্পষ্ট জানাল হাইকোর্ট। ২০১৬ সালের সেই গোটা নিয়োগ প্রক্রিয়াই এদিন বাতিল করেছে উচ্চ আদালত।

আরও পড়ুন- SSC: অযোগ্যদের চাকরি বাতিল, এবার ঘুরবে ভাগ্যের চাকা? কী বলছেন আন্দোলনের অন্যতম মুখ শহীদুল্লাহ?

নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়োগের পাশাপাশি এসএসসি গ্রুপ সি ও গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল। সেই সব মামলার শুনানি শেষের পর আজই রায় ঘোষণা আদালতের। এরই পাশাপাশি CBI এই গোটা নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে হাইকোর্ট। প্রয়োজনে এই দুর্নীতিতে অভিযুক্ত যে কাউকে হেফাজতে নিয়েই তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও জানিয়েছেন বিচারপতিরা। এসএসসি-কে সমস্ত OMR শিটের কপি তাদের ওয়েবসাইটে আপলোড করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আরও পড়ুন- SSC Recruitment Scam Verdict: এসএসসির বাতিলদের তালিকায় একমাত্র ছাড় শুধু সোমাকেই! জানেন কেন?

এদিকে, আদালতের এই রায় প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "হাইকোর্টের এই রায়ের ফলে ২৪ হাজার পরিবারের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল। যাদের চাকরি গেল তাঁদের মধ্যে অনেকেই এই সময়ের মধ্যে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন। এই পরিস্থিতি তৈরি করল তৃণমূলের সরকার। এই অরাজক ব্যবস্থা তৈরির দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত।"

West Bengal highcourt SSC recruitment
Advertisment