Advertisment

রুজিরার আর্জি, ইডি-সংবাদ মাধ্যমকে বেনজির নির্দেশ হাইকোর্টের

কী নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য?

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court binds ED and news medias power on Rujira Banerjees plea , রুজিরা ব্যানার্জীর আর্জির প্রেক্ষিতে ইডি ও সংবাদ মাধ্যমের এক্তিয়ার বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

রুজিরার মামলা প্রসঙ্গে কী জানাল কলকাতা হাইকোর্ট?

তাঁর গোপনীয়তার অভিযোগ খর্ব হচ্ছে। সংবিধান মেনে তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে ইডি ও সংবাদমাধ্যমের ক্ষমতা বেঁধে দিয়ে বেনজির নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

Advertisment

কী নির্দেশ হাইকোর্টের?

রুজিরা বন্দ্যোরপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে ইডি-কে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের অন্তর্বর্তীকালীন নির্দেশ, এবার থেকে যেকোনও ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় 'সার্চ অ্যান্ড সিজার'-এর সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না। অভিযানের ব্যাপারে ইডি সংবাদমাধ্যমকে আগে থেকে কিছু জানাতে পারবে না। মিডিয়াকে সঙ্গে করে নিয়ে ইডি কোনও তল্লাশি অভিযান করতে পারবে না।

সার্চ অ্যান্ড সিজার'-এর সময় কোনও কিছু প্রকাশ্যে আনা যাবে না। সন্দেহভাজন বা অভিযুক্ত হোক অথবা সাক্ষী কারও ছবি সংবাদমাধ্যমে ব্যবহার করা যাবে না।

সংবাদমাধ্যমের এক্তিয়ারও বেঁধে দিল হাইকোর্ট। বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, চার্জশিট পেশ করার আগে মিডিয়া তদন্তের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির ছবি প্রকাশ করতে পারবে না। কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি কোনও সংবাদমাধ্যমে মতামত প্রকাশ করা হয়, তবে তাতে প্রতিবেদকের নাম থাকবে।

২০২৪ সালের ১লা জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন এই নির্দেশই বহাল থাকবে।

Calcutta High Court abhishek banerjee Enforcement Directorate electronic media rujira narula
Advertisment