অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার বিরুদ্ধে বিজেপি নেতার তরুণজ্যোতি তিওয়ারি মামলা দায়ের করেছিলেন। দ্রুত শুনানির আর্জির জানানো হয়েছিল। যা নিয়ে বিরাট হইচই। কিন্তু লাভ হল না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বললেন, 'নো নো সরি সরি'।
রাজভবন চত্বরে জারি রয়েছে ১৪৪ ধারা। কিন্তু গত পাঁচদিন ধরে বাংলার বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ফলে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আইনলঙ্ঘনের অভিযোগ তুলেছে বিজেপি। গর্জে উঠেছেন শুভেন্দু অধিকারী। সংরক্ষিত এলাকার কার অনুমতিতে শাসক দলের ধর্না কর্মসূচির আয়োজন?রাজভবনের তরফে নবান্নের কাছে চিঠি দিয়ে তা জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন- শুভেন্দুর বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ উদয়ন গুহর বউমার! থানায় নালিশ
পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, '২০২১ থেকে ২০২৩ পর্যন্ত বহুবার রাজভবনের ওই চত্বরে মিছিল করে গিয়েছেন বিজেপি নেতারা। রাজভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন, সাংবাদিক বৈঠক করেছেন। তখন কি রাজভবনের ১৪৪ ধারার কথা মনে ছিল না?'
এরপরই সোমবার জোড়-ফুলের রাজভবনের বাইরে ধর্না কর্মসূচির প্রতিবাদে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি। মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যা শুনেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি জরুরিভিত্তিতে শোনায় আপত্তি তোলেন। প্রধান বিচারপতি সাফ বলেন, 'নো নো সরি সরি।' বিচারপতি টিএস শিবজ্ঞানমের যুক্তি তরুণজ্যোতির মামলা এখনও আদালতে দায়ের হয়নি। তাই দ্রুত শুনানির প্রশ্নই ওঠে না।