Advertisment

সোমের পর মঙ্গলেও বড় ধাক্কা শুভেন্দুর, রাজ্যের তদন্তেই আস্থা হাইকোর্টের

পর্যবেক্ষণে কী জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ?

author-image
IE Bangla Web Desk
New Update
pralay paul a close leader of suvendu is going to leave bjp

শুভেন্দু অধিকারী।

সোমবারের পর মঙ্গলবার, ফের হাইকোর্টে ধাক্কা বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর। দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলনেতা ও বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের নির্দেশ, দত্তপুকুরকাণ্ডে তদন্ত চালাবে রাজ্য সরকারই।

Advertisment

গত রবিবার সকালে দত্তপুকুর বিস্ফোরণ ঘটে। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিস্ফোরণের অভিঘাত দেখে বিরোদী দলনেতা দাবি করেন ওই গুদামে আরডিএক্স মজুত ছিল। ঘটনার পর থেকেই সিবিআই এবং এনআইএ তদন্তের দাবি তোলেন বিরোধী দলনেতা সহ তামাম বিরোধী দলগুলো। এ নিয়ে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী দু'টি মামলা করেছিলেন। জনস্বার্থ মামলাতেও একই আবেদন করেন মামলাকারীরা।

আরও পড়ুন- প্যাঁচে ইডি, লালবাজারের পাল্টা মেলে কেন্দ্রীয় এজেন্সিকে নাস্তানাবুদের তোড়জোড়

এদিন ওই মামলার শুাননি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট জানায়, ইতিমধ্যে ওই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করছে। এই অবস্থায় মামলাকারীর আবেদন উহ্য রাখছে আদালত। সেই তদন্ত পুলিশ আগে সম্পূর্ণ করুক। হাইকোর্টের পর্যবেক্ষণ, জনস্বার্থ মামলায় মামলকারীরা বিস্ফোরণ আইনে মামলা করার আবেদন করেছেন। এফআইআরে বিস্ফোরণ আইনের ধারা যোগ করা হয়নি বলে তাঁদের অভিযোগ। অন্য দিকে, কেন্দ্রের ডেপুটি সলিসিটির জেনারেল জানিয়েছেন, ওই এলাকায় এনআইএ গিয়েছে। এই অবস্থায় আদালত মনে করছে রাজ্য পুলিশ আপাতত তদন্ত চালিয়ে নিয়ে যাবে।

চলতি মাসের ৯ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার সেই জনস্বার্থ মামলাটি খারিজ করা হয়েছে। শুনানি চলাকালীন জনস্বার্থ মামলাটির বিষয়বস্তু নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরে মামলাটি প্রত্যাহার করে নেন বিরোধী দলনেতা।

bjp Calcutta High Court Suvendu Adhikari Duttapukur Blast
Advertisment