scorecardresearch

আরও জটিল প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ

কী বক্তব্য ছিল মামলাকারীদের?

justice abhijit ganguly correction his decission on cancellation of 36000 primary teachers job , ৩৬ হাজার নয় প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিতারপতি অভিজিৎ গাঙ্গুলির
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০২২ সালের ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল, টেট উত্তীর্ণ যে সব প্রার্থী ২০২০-২২ সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন, তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সৌমেন পাল সহ কয়েক জন চাকরিপ্রার্থী। মামলাকারীদের বক্তব্য ছিল যে, ২০১৬ সালের নিয়ম অনুযায়ী যাঁরা ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ন করেছেন তাঁরাই কেবল নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হওয়া প্রার্থীরা নিয়োগের সুযোগ পাবেন না। ২০২০-২২ সালের প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি। ফলে তাঁরা কী ভাবে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন?

প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদেরই সিদ্ধান্তই বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ফলে মামলাকারীরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানান। মঙ্গলবার সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেয়। ফলে ফের জটিল হয়ে পড়ল ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগের বিষয়টি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Calcutta high court division bench rejects justice abhijit gangulys order on primary school recruitment 2016