Advertisment

কলকাতা হাইকোর্টে পরিবর্তন! বদলালো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়?

কোন বিচারপতি এবার কোন মামলা শুনবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high court division bench keeps justice abhijit gangulys order on babita sarkar omr sheet publication case , ববিতা সরকারের ওএমআর শিট প্রকাশ মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতিদের মামলা শুনানির বিচার্য বিষয়ের পরিবর্তন হচ্ছে। বুধবার হাই কোর্ট প্রশাসনের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আগামী ৪ঠা জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে।

Advertisment

এতদিন পুলিশ সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি হত বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। হাইকোর্টের বিজ্ঞপ্তি অনুসারে, এবার বিচারপতি মান্থার বিচার্য বিষয়ের বদল হচ্ছে। অর্থাৎ পুলিশি মামলা আর বিচারপতি মান্থা শুনবেন না। জুলাই মাস থেকে ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর সঙ্গে থাকবেন বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য। এই বেঞ্চ পরিবহণ সংক্রান্ত বিভিন্ন বিচার্য বিষয়ের মামলা শুনবে।

বিচারপতি মান্থার বদলে আগামী মাস থেকে কলকাতা হাইকোর্টে পুলিশ সংক্রান্ত সব মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ের কোনও অদলবদল হয়নি।

পাল্টে যাচ্ছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বিচার্য বিষয়ও।

Calcutta High Court WB SSC Scam justice abhijit ganguly
Advertisment