Advertisment

Calcutta High Court: কমিশনকে বহরমপুরে ভোট পিছতে বলব, কেন এমন আর্জি হাইকোর্টের প্রধান বিচারপতির?

Baharampur Lok-Sabha Constituency: ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court Election Commission postpones polling in Baharampur , কমিশনকে বহরমপুরে ভোট পিছতে বলব, কেন এমন আর্জি হাইকোর্টের প্রধান বিচারপতির?

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Baharampur Lok-Sabha Election 2024: নির্ধারিত দিনেই হবে বহরমপুর লোকসভা আসনে ভোট? মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ঘিরে বড় প্রশ্ন উঠে গেল।

Advertisment

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে। অভিযোগ ওঠে, শান্তিপুর এলাকা দিয়ে যখন রামনবমীর মিছিল যাচ্ছিল, তখন কয়েক জন বাড়ির ছাদ থেকে ইট ছোড়েন। এমনকি, বোমাবাজি করেন। এই ঘটনায় কয়েক জন আহত হয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ নামায় পুলিশ।

ওই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি ছিল, এই ঘটনায় এনআইএ তদন্ত হোক। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী প্রধান বিচারপতির সামনে রামনবমীতে অশান্তির ঘটনা ব্যাখ্যা করেন। বহরমপুর ছাড়াও রামনবমীর দিন রাজ্যে যে সব জায়গা থেকে অশান্তির ঘটে তারও তালিকা তুলে ধরেন।

আরও পড়ুন- Mamata Banerjee On SSC Verdict: হাইকোর্টের এসএসসি রায়: প্রচারে আজও তেড়েফুঁড়ে আক্রমণ মমতার, দিলেন বার্তাও

মঙ্গলবারের মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারপরই তাঁর পর্যবেক্ষণ, 'আমরা নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের কোনও প্রয়োজন নেই।'

এই মামলায় রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি চাইলে হলফনামা জমা করতে পারে হাইকোর্ট। রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। রামনবমীর দিন কী ঘটেছিল, তা রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যকে।

Calcutta High Court election commission loksabha election 2024
Advertisment